X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিকেএসপির এক মাঠে জিসানের ক্যামিও ইনিংস, অন্যটিতে অভিজ্ঞ নাঈমের বাজিমাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৭

বিকেএসপিতে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি বৃষ্টি বাধার মুখে পড়েছে। আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারনে কয়েক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনীর জন্য নতুন লক্ষ্য নির্ধারণ হয়। ঐতিহ্যবাহী ক্লাবটিকে জিততে হলে ২২ ওভারে ১৫৭ রান করতে হতো। সেই লক্ষ্যটা ১৬ বল আগেই ৬ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে তারা। এই জয়ে শিরোপার দাবিটা আরও জোরালো করলো বর্তমান চ্যাম্পিয়নরা। বিকেএসপির অন্যমাঠে বৃহস্পতিবার অভিজ্ঞ নাঈমের দৃঢ়তায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে আগে ব্যাটিং করে বৃষ্টির আগে সংগ্রহটা একেবারেই খারাপ হয়নি অগ্রণী ব্যাংকের। ইমরুল কায়েসের অপরাজিত ৪৮ এবং ইমরানুজ্জামানের ২৯ রান ভূমিকা রাখে। এরপরই বৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা খেলা বন্ধ ছিল। অগ্রণী ব্যাংক আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ডিএল মেথডে আবাহনীর জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ হয়।

শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে আবাহনী। রবিউল হকের বলে পারভেজ হোসেন ইমন ও শাহরিয়ার কমল গোল্ডেন ডাক মারেন। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন জিসান আলম ও মোহাম্মদ মিঠুন। মিঠুন ১৮ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর বেশিদূর এগুতে পারেননি জিসান। আউট হয়েছেন ৪৬ রানের ইনিংস খেলে।  ততক্ষণে অবশ্য ২৭ বলে ৩ চার ও ৪ ছক্কার ঝড়ো ইনিংস খেলে আবাহনীকে জয়ের পথটা তৈরি করে দিয়েছেন তরুণ এই ব্যাটার। এরপর মেহরাবের ২৫ বলে ৩০, সামসুল ইসলামের ১৮ বলে ২৫ এবং মাহফিজুল ইসলাম রাব্বির ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে ৪ উইকেটে জয় নিশ্চিত করে ফেলে আবাহনী। 

অগ্রণী ব্যাংকের হয়ে রবিউল ও তাইবুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। নাঈম হোসেন সাকিব ও শুভাগত হোম একটি করে উইকেট নেন। 

বিকেএসপিতে অনুষ্ঠিতে অপর ম্যাচটিও বৃষ্টির বাঁধার মুখে পড়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে নাঈম ইসলামের দৃঢ়তায় ম্যাচ জিতেছে গুলশান। আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ২৩.৩ ওভারে ১১০ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি কমার পর গুলশান ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ ওভারে ১৬২ রানের লক্ষ্য পায়। সেই লক্ষ্যটা নাঈমের ব্যাটে অনায়াসেই ছুঁয়ে ফেলে গুলশান। নাঈম ৩৩ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচ সেরা হন গুলশানের এই অভিজ্ঞ ক্রিকেটার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
মোহামেডানকে গুঁড়িয়ে দিয়ে রূপগঞ্জের বড় জয়
বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ
শাস্তি বাড়লো তাওহীদের, মোহামেডানের আপিল
সর্বশেষ খবর
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে