X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের কাছে থামলো বাংলাদেশের জয়যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২২

বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলেই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতো। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ক্যারিবিয়ানদের বিপক্ষে হারতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে। দারুণ শুরুর পরও বাংলাদেশের ইনিংস থামে ২২৭ রানে। সেই লক্ষ্য ২৪ বল আগেই ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে উইন্ডিজ। 

ম্যাচ হারলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আরও একটি সুযোগ আছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিতে জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে ২২৮ রানের লক্ষ্য দিয়ে নেমে খুব বেশি চাপে ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। অনেকটা সাবলীলভাবেই ব্যাটিং করে জয়ের বন্দরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির জয়ের মূল নায়ক চিনিলি হেনরি। ক্যারিবিয়ান এই ব্যাটার ৪৮ বলে খেলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এছাড়া স্টেফানি টেলর ৩৬, হেইলি ম্যাথুস ৩৩ এবং কিয়ানা জোসেফ ৩১ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে দলীয় প্রচেষ্টাতে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে তারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনও উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙতেই যেন এলোমেলো হয়ে গেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৪২ রান করেন পিংকি। বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৩ চার। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার।

দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জুটি ভাঙার পর বাকি ৪৯ রান করতে বাংলাদেশ হারায় ৮ উইকেট।  নাহিদা ও রাবেয়া ৩২ বলে ৩১ রানের জুটি না হলে দুইশ পার করতে পারতো না বাংলাদেশ। নাহিদা ২ ও রাবেয়ার ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে করেছে ২২৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের অ্যালেইনা ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন ক্যারিবীয় এই পেসার। অ্যাফি ফ্লেচার ও উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস নিয়েছেন দুটি করে উইকেট। চিনিলি হেনরি পেয়েছেন এক উইকেট।

বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয়ে ছয় পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে। ৩ ম্যাচে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। পাকিস্তানের খেলা বাকি থাইল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে শীর্ষে থেকেই ভারতের টিকিট কাটতে পারবে। অন্যদিকে আজ থাইল্যান্ডের সঙ্গে পাকিস্তান জিতলে চলে যাবে বিশ্বকাপে। 

আগামীকাল শুক্রবার স্কটল্যান্ড যদি আয়ারল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার আগেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। অবশ্য স্কটিশরা কোনোরকমে জিতে যদি বাংলাদেশের সমান ৬ পয়েন্ট পায়, তবুও নিট রানরেটের কারণে তারা পিছিয়ে থাকবে। এই তিন দল বাদে ওয়েস্ট ইন্ডিজের বিদায় প্রায় নিশ্চিত। তারা তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও নিট রানরেটে পিছিয়েই থাকবে!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি
পাকিস্তানে হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
জ্যোতি-সুপ্তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং
সর্বশেষ খবর
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’