ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে বিশেষ সম্মাননা দিচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিজ ঘরের মাঠের একটি স্ট্যান্ডে নিজের নাম দেখতে পাবেন এই ওপেনার। মঙ্গলবার ৮৬তম বার্ষিক সাধারণ সভা শেষে রোহিতের নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণের ঘোষণা দিয়েছে এমসিএ।
দ্য দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ এর নাম শিগগিরই রোহিত শর্মা স্ট্যান্ড রাখা হবে। এছাড়া আরও দুটি স্ট্যান্ড গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩ ও গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪ এর নামকরণ হবে সাবেক এমসিএ প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও সাবেক ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকারের নামে।
২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন রোহিত। পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল জেতানো এই অধিনায়ক চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও উঁচিয়ে ধরেন।