X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জ্যোতি-সুপ্তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮

ভারতে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে পাকিস্তানে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। ইতোমধ্যে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে পৌঁছে গেছে তারা। এই দুই দলের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা আইসিসি র‌্যাঙ্কিং ১৭ ও ২৯তম অবস্থানে।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলেছেন, আগামী হালনগাদের নিশ্চিতভাবেই আরও এগোবেন তিনি। মঙ্গলবার ১৭তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। এছাড়া ১১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন সুপ্তা। মূলত দুজনের র‌্যাঙ্কিংয়ে উন্নতির মূল কারণ থাইল্যান্ডের বিপক্ষে করা পারফরম্যান্স। 

এই দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় ২৭১ রান তুলে ১৭৮ রানে জেতে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ৭৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যোতি। আর ৯৪ রানে অপরাজিত ছিলেন সুপ্তা। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটিতে আরও একটি কীর্তি গড়েন তারা। বাংলাদেশের হয়ে যে কোনও উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮ নম্বরে। তবে অবনতি হয়েছে নাহিদার। তিনি দুই ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১২ নম্বরে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের কাছে থামলো বাংলাদেশের জয়যাত্রা
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি
পাকিস্তানে হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
সর্বশেষ খবর
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো