অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। রবিবার কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে শুরুর একাদশে রিশাদকে রেখেছে লাহোর কালান্দার্স।
উদ্বোধনী ম্যাচেই রিশাদের অভিষেক আশা করেছিলেন অনেকে। কিন্তু ইসলামাবাদের বিপক্ষে শাহীন আফ্রিদির দল ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা ও ডেভিড ভিসাকে নিলেও একাদশে রিশাদকে নেয়নি তারা। সেই ম্যাচটা লাহোর হেরেছে ৮ উইকেটে। ওই হারের প্রতিক্রিয়া হিসেবে আজ একটি পরিবর্তন এনেছে। বোলিং অলরাউন্ডার ভিসার জায়গায় রিশাদকে দলে অন্তর্ভুক্ত করেছে। টস হেরে এদিন শুরুতে ব্যাটিং পেয়েছে লাহোর।
লাহোরের একাদশ: ফখর জামান, মুহাম্মদ নাঈম, আব্দুলাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহাঁদাদ খান, রিশাদ হোসেন, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।