X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

কোহলির শততম হাফসেঞ্চুরি, রাজস্থানকে বড় ব্যবধানে হারালো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০:৩৪

টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম হাফসেঞ্চুরির মাইলফল ছুঁয়েছেন বিরাট কোহলি। তার ব্যাটে ভর করে আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। তাতে টেবিলের চারে উঠেছে কোহলিরা।  

রাজস্থানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে শুরুর মঞ্চটা গড়ে দেন ফিল সল্ট। ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার পর ইনিংস শেষ করার দায়িত্ব নেন কোহলি। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেছেন ৬২ রানের অপরাজিত ইনিংস। অসাধারণ এই ইনিংসটি খেলার পথে মৌসুমের তৃতীয় ও টুর্নামেন্টের ৬৬ তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।       

জয়ের পথে সল্ট শুরু থেকেই ছিলেন আগ্রাসী। শুরুর ওভারেই স্বদেশি জোফরা আর্চারের বলে একটি চার ও একটি ছক্কা মারেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮ বলে তুলে নেন ফিফটি। ম্যাচসেরাও তিনি। কোহলির সঙ্গে মিলে উপহার দেন ৯২ রানের জুটি। তার পর কোহলি বামহাতি দেবদূত পাডিক্কালের সঙ্গে মিলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫ বল হাতে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। পাডিক্বাল ২৮ বলে খেলেছেন ৪০ রানের অপরাজিত ইনিংস। তাতে রয়েছে ৫টি চার ও ১টি ছয়ের মার।    

৬ ম্যাচে চতুর্থ পরাজয় দেখা রাজস্থান ওপেনার জয়সওয়ালের ৭৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। মন্থর পিচে শুরুতে সতর্ক থেকে ব্যাট করেছেন জয়সওয়াল। কিন্তু নিয়মিত বাউন্ডারিতে ছন্দটা ধরে রেখেছেন। প্রথম উইকেটে সানজু স্যামনের (১৫) সঙ্গে মিলে যোগ করেন ৪৯। তার পর রায়ান পরাগকে নিয়ে যোগ করেন আরও ৫৬ রান। পরাগ অবশ্য ৩০ রানে ফিরেছেন।

জয়সওয়ালের আউটের পর ইনিংসটা টেনে নিতে অবদান রাখেন ধ্রুব জুরেল। ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন তিনি। জয়সওয়ালের ৪৭ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়।  

বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেল উড ও ক্রুনাল পান্ডিয়া।  

 

/এফআইআর/ 
সম্পর্কিত
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
সর্বশেষ খবর
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার