X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

আজিজুলের প্রথম সেঞ্চুরিতে গুলশানের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৮:০৭আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৮:০৭

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ নিশ্চিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে তারা। এদিন আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২০৪ রানের লক্ষ্য দেয়। জবাবে ৩৭.১ ওভারে আজিজুল তামিমের সেঞ্চুরিতে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় গুলশান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ম্যাচ সেরা হন আজিজুল তামিম।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। সাজ্জাদুল আলম রিপনের ৫১, ইরফান শুক্কুরের ৪৩ এবং নাঈম শেখের ৩৬ রানে ভর করে ২০৩ রান করে তারা। জবাবে দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের ৭১ রানের জুটিতে শুরুটা দারুণ করে গুলশান। আবরার ৪৮ বলে ৩৩ রান করে আউট হওয়ার পর আলিফ হাসান ইমন (৯) ও নাঈম ইসলাম (৫) দ্রুত বিদায় নিলে ছন্দ পতন হয় তাদের। এরপর আজিজুল ও খালিদ হাসান মিলে ৬২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। নাজমুল অপুর বলে আজিজুল আউট হতেই ভাঙে জুটি। অবশ্য এর আগে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে আউট হন তামিম। জয় থেকে ৬ রান দূরে থাকতে আউট হন খালিদ (৩৮)। শেষ অব্দি ৩৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা দলটি।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে নাঈম আহমেদ ৪৫ রানে নেন দুটি উইকেট। এছাড়া নাজমুল অপু, শামীম হোসেন পাটোয়ারি ও শাহাদাত দিপু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইরফান শুক্কুরের সিদ্ধান্তের প্রতিদান দিতে ব্যর্থ হন প্রাইম ব্যাংকের বোলাররা। ৬৬ রানে টপ অর্ডারের চার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। মিডল অর্ডার ব্যাটার সাজ্জাদুল হক রিপনের অপরাজিত ৫১ ও ইরফান শুক্কুরের ৪৩ রানের উপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক কোনও রকমে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

প্রাইম ব্যাংককে অল্প রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান। ৩৫ রানে তিনটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া আসাদুজ্জামান পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি, এটা বিশেষ: মোসাদ্দেক
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বশেষ খবর
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
২৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, ‘উদ্দেশ্যমূলক’ মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি
২৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, ‘উদ্দেশ্যমূলক’ মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
সর্বাধিক পঠিত
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন