X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জ্যোতির প্রথম সেঞ্চুরি, সুপ্তার আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৪:০৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:৫০

শারমিন আক্তার সুপ্তা নিজেকে হতভাগা ভাবতেই পারেন। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেও সেটা নামের পাশে যুক্ত হয়নি। এরপর গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হয়েছিলেন। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ৯৪ রানে অপরাজিত থেকে আক্ষেপটা আরও বাড়ালেন। তবে সুপ্তা সেঞ্চুরি মিস করলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০১ রানের ইনিংস খেলেছেন তিনি। সুপ্তার ৯৪ ও জ্যোতির ১০১ রানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে।

চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আট দলের মধ্যে ৬টি দল চূড়ান্ত হলেও দুটি দল বাছাই পর্ব থেকে যাবে। বুধবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে ৬ দলের বাছাইপর্ব। বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করেছে তারা। শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৫ রানে ইসমা তানজিম বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকিং ও শারমিন আক্তার সুপ্তা মিলে ১০৪ রানের দারুণ একটি জুটিতে ভালো স্কোরের মঞ্চ গড়েন। কিছুটা স্লো ব্যাটিং করে ৮২ বলে ৫৩ রান করে আউট হন ফারজানা। 

ফারজানা আউটের পর থেকেই বাংলাদেশের রানের গতি বাড়ে। নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ১৫২ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ২৭১ রানে। শেষ বলে আউট হন জ্যোতি। তার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। সতীর্থ সুপ্তা অবশ্য আরও একবার সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। গত বছর সেঞ্চুরির কাছে গিয়ে ৯৬ রানে আউট হয়েছিলেন। এবার ৯৪ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পাননি তিনি। শেষ দুই বলে ৭ রান প্রয়োজন ছিল সুপ্তার। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে যান। পরে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

সবমিলিয়ে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির। আগের সর্বোচ্চটি ছিল ২৫২। থাইল্যান্ডকে জিততে হলে কঠিন পাহাড় পাড়ি দিতে হবে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের কাছে থামলো বাংলাদেশের জয়যাত্রা
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি
পাকিস্তানে হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা