X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

শাইনপুকুরের দুই ব্যাটারের ‘অদ্ভুত’ আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ২১:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:১৩

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ৫ রানে হেরে যায়। অথচ মোটেও হারের অবস্থায় ছিল না তারা। তার ওপর তাদের দুটি আউট ভীষণরকম দৃষ্টিকটু। ম্যাচ হারার পর সামাজিক মাধ্যমে সাব্বিরের ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের উইকেট বাঁচাতে কোনও চেষ্টাই করেননি। 

প্রথমে রাহিম আহমেদের আউট বিস্মিত করেছে। ৩৬তম ওভারে নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলার চেষ্টা করেন শাইনপুকুরের ব্যাটার। বল অনেক বাইরে থাকলেও তিনি বলের কাছেও যাওয়ার চেষ্টা করেননি। বলের নাগাল না পেয়েও ডিফেন্সের ভঙ্গি করেন তিনি। ক্রিজে ফেরার কোন তাড়না তার মধ্যে দেখা যায়নি।   

পরের আউটটি আরও দৃষ্টিকটু। শরিফুল ইসলামের (২২*) দারুণ ইনিংসের ওপর ভর করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল শাইনপুকুর। নাঈম ইসলাম স্টাম্পের বাইরে বোলিং করার চেষ্টা করেন। তার প্রথম বলটি ক্রিজ ছেড়ে বেরিয়ে বলের কাছে যাওয়া বা শট খেলার কোনও চেষ্টাই করেননি সাব্বির। না খেলেই ক্রিজের বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসে বল ছেড়ে দেন তিনি। বল চলে যায় গুলশানের উইকেটকিপার আলিফ হাসান ইমনের গ্লাভসে। প্রথম দফায় স্টাম্পিং করতে পারেননি ইমন। তখনও ক্রিজে ঢোকার অনেক সময় ছিল সাব্বিরের সামনে। তবে কোনও চেষ্টাই দেখা যায়নি তার তরফ থেকে। সবকিছু কাছে থেকে দেখলেও ক্রিজের একটু বাইরে ব্যাট রাখেন তিনি। পরে দ্বিতীয় দফায় তাকে স্টাম্পিং করেন আলিফ। ৫ রানের জয় পায় গুলশান।

এমন আউটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সাবেক ক্রিকেটার শামসুর রহমান যেমন মন্তব্য করেছেন, ‘সিরিয়াসলি শেইম…!’

ম্যাচে শাইনপুকুর শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে ১৭৮ রানে গুলশানকে গুটিয়ে দিয়েছিল। তবে রান তাড়ায় তারা শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও শেষ পর্যন্ত হেরে যায় শাইনপুকুর। তবে হারলেও সন্দেহজনক কর্মকান্ড দিয়ে প্রশ্ন রেখে গেছেন তাদের ক্রিকেটাররা। গুলশান এ জয়ের মাধ্যমে সুপার লিগ প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে শাইনপুকুর রেলিগেশন লিগে চলে গেছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিকেএসপির এক মাঠে জিসানের ক্যামিও ইনিংস, অন্যটিতে অভিজ্ঞ নাঈমের বাজিমাত
মোহামেডানকে গুঁড়িয়ে দিয়ে রূপগঞ্জের বড় জয়
বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ