X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

পারভেজ-শান্তকে ছাপিয়ে আবাহনীর জয়ের নায়ক মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

২০২২ সালের পর আর জাতীয় দলে খেলা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। যদিও ঘরোয়া ক্রিকেটে খুব ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছিলেন না তিনি। এই কারণেই নির্বাচকদের নজর থেকে হারিয়ে যাচ্ছিলেন। তবে এবারের প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে তো বটেই, একজন অলরাউন্ডার হিসেবে দলে ভীষণ প্রভাব ফেলছেন তিনি। মোসাদ্দেকের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী শিরোপার দৌঁড়ে সবার উপরে। টানা দুই ম্যাচ দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা। আগের ম্যাচে শাইনপুকুরকে ৮৮ রানে অলআউট করায় সবচেয়ে বড় অবদান মোসাদ্দেকের। 

বুধবার শক্তিশালী প্রাইম ব্যাংককে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সেখানে বড় অবদান মোসাদ্দেকের, ব্যাট হাতে ৩৭ রানের পর বল হাতে তিন উইকেট নিয়ে প্রাইম ব্যাংককে হারানোর মূল নায়ক তিনিই। তার অলরাউন্ড পারফরম্যান্সে হাফ সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন পার্শ্বনায়ক হয়ে উঠেছেন।

বিকেএসপিতে টস জিতে শান্ত ও পারভেজের জোড়া হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে আবাহনী। কঠিন লক্ষ্যে খেলতে নেমে মোসাদ্দেক ও রাকিবুল হাসানের ঘূর্ণিজাদুতে ৩২ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। দলটির ওপেনার নাঈম শেখ ও মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন ছাড়া আর কেউই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। নাঈম ৭৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে আউট হন। অন্যদিকে শামীম খেলেন ২৬ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস। এর বাইরে দুজন কেবল দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। তারা হচ্ছেন ইরফান শুক্কুর (১৫) ও হাসান মাহমুদ (১৩)।

আবাহনীর বোলারদের মধ্যে মোসাদ্দেক তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল। নাহিদ রানা, শেখ মেহরাব হোসেন, জিসান আলম ও মাহফুজুর রহমান নেন একটি করে উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে জিসান আলমকে (১৩) হারালেও পারভেজ ও শান্ত মিলে ১৩৭ রানের জুটি গড়েন। ১৫ বলে হাফ সেঞ্চুরি করে আগের ম্যাচে রেকর্ড গড়া পারভেজ আউট হলে জুটি ভাঙে। ৭১ বলে ৬ চার ও ৫ ছক্কায় তিনি ৭৯ রানের ইনিংস খেলেন। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণের মধ্যে শান্তও বিদায় নেন। ৭০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে। এই দুইজনের বিদায়ের পর মোসাদ্দেকের ৪২ বলে ৩৭, রিপন মন্ডলের ৯ বলে ১৭ রানের ওপর দাঁড়িয়ে আবাহনী ২৯০ রানের ইনিংস দাঁড় করায়।

প্রাইম ব্যাংকের হয়ে পেসার হাসান মাহমুদ নেন সর্বোচ্চ চারটি উইকেট। এর বাইরে নাঈম হাসান তিনটি এবং খালেদ আহমেদ ও আরাফাত সানি প্রত্যেকে নেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিকেএসপির এক মাঠে জিসানের ক্যামিও ইনিংস, অন্যটিতে অভিজ্ঞ নাঈমের বাজিমাত
মোহামেডানকে গুঁড়িয়ে দিয়ে রূপগঞ্জের বড় জয়
বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ
সর্বশেষ খবর
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ