X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

আরিয়ার তাণ্ডবে চেন্নাইকে হারালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২৩:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:১৯

প্রিয়ানশ আরিয়া ব্যাট হাতে তাণ্ডব চালালেন। তাতে ২১৯ রানের বড় সংগ্রহ করে পাঞ্জাব কিংস। সেই লক্ষ্য ছুঁতে পারেনি চেন্নাই সুপার কিংস। হেরে গেছে ১৮ রানে।

ইনিংসের প্রথম বলেই খলিল আহমেদকে ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন আরিয়া। দ্বিতীয় বলে বোলারের হাত ফসকে জীবন পান তিনি। তবুও সতর্ক হননি আরিয়া। পঞ্চম বলে আরেকটি ছক্কা।

অপর প্রান্ত থেকে ব্যাটাররা একে একে প্যাভিলিয়নে ফিরলেও আরিয়া আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি। প্রভসিমরান সিং (০), শ্রেয়াস আইয়ার (৯), মার্কাস স্টয়নিস (৪) ও নেহাল ওয়াধেরা (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (১) মাঠ ছাড়লেও সপ্তম ওভারে ছক্কা মেরে মাত্র ১৯ বলে ফিফটি মারেন ২৪ বছর বয়সী ব্যাটার।

৮৩ রানে পাঞ্জাব পাঁচ উইকেট হারানোর পর আরিয়া ও শশাঙ্ক সিং ৩৪ বলে ৭১ রানের জুটি গড়েন। আইপিএলে ট্র্যাভিস হেডের সঙ্গে ৩৯ বলে যৌথভাবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেন আরিয়া। ১৪তম ওভারে তিনি থামেন। ৪২ বল খেলে ৭ চার ও ৯ ছয়ে ১০৩ রান করেন তিনি।

তারপর শশাঙ্ক ও মার্কো ইয়ানসেন একই পথে হেঁটেছেন। ৬৫ রানের শক্ত জুটি গড়েন তারা ৩৮ বল খেলে।

খলিল ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। পাওয়ার প্লে শেষ হওয়ার তিন বল পর রাচিন রবীন্দ্রের (৩৬) বিদায়ে ভাঙে ৬১ রানের ওপেনিং জুটি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (১) বিদায় নিয়ে দলকে বিপদে ফেলেন।

অবশ্য ডেভন কনওয়ে ও শিবম দুবে ৮৯ রানের জুটিতে লড়াইয়ের আভাস দেন। দুবে ২৭ বলে ৪২ রান করে ফেরেন। ১৮তম ওভারে ৬৯ রানে রিটায়ার্ড হার্ট হন কনওয়ে।

শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ২৭ রান ব্যবধান কমায়। তবে শেষ ওভারে ২৮ রানের লক্ষ্য পূরণ করতে পারেনি চেন্নাই। ৫ উইকেটে ২০১ রান করে তারা।  

চেন্নাই এনিয়ে টানা চার ম্যাচ হেরে গেলো। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এদিকে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর জয়ে ফিরেছে পাঞ্জাব। পাঁচ দলের সমান ৬ পয়েন্ট। আর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ও চেন্নাই যথাক্রমে টেবিলের আট ও নয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
আইপিএলে ব্যাট মেপে দেখতে আম্পায়ারদের কড়াকড়ি 
স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি
বয়স ৫০ হয়েছে, এমন ম্যাচ আর চাই না: পন্টিং
সর্বশেষ খবর
পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু 
পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু 
বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে পাহাড়ি পল্লিগুলো
সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে পাহাড়ি পল্লিগুলো
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা