২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হন মহসিন নাকভি। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টও হলেন। শ্রীলঙ্কার শাম্মি সিলভার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি।
জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় মাত্র তিন মাস আগে গত ডিসেম্বরে শাম্মি এসিসির প্রধান হন।
পিসিবি ও এসিসির প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি নাকভি পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীও। তার সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে না চাইলে অনেকটা বাধ্য হয়ে কিছু অংশের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে করা হয়।
এসিসি প্রেসিডেন্ট হিসেবে নাকভির বড় চ্যালেঞ্জের বিষয় এই বছরের শেষ দিক টি-টোয়েন্টি এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ। ভারত আয়োজক হলেও পিসিবি পাকিস্তানের ম্যাচের জন্য অন্য ভেন্যু চায়। সেক্ষেত্রে এশিয়ান ক্রিকেটের প্রধান হয়ে কী সিদ্ধান্ত নেন নাকভি, সেটাই দেখার অপেক্ষা।