গত আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারও। একপেশে লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ৮০ রানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ডেথ ওভারে ব্যাটিং ঝড়ে ২০১ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাবে বরুণ চক্রবর্তী ও ইম্প্যাক্ট সাব বৈভব অরোরার বোলিংয়ে ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হায়দরাবাদ।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে দুই ওপেনারকে হারায় কলকাতা। আংক্রিশ রাঘুবংশী ও আজিঙ্কা রাহানে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন।
রাহানেকে ৩৮ রানে ফেরান জিশান আনসারি। ১৩তম ওভারে বল হাতে নিয়ে রাঘুবংশীকে ৫০ রানে থামান কামিন্দু মেন্ডিস। ৩২ বলে ৫ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
এই শক্ত জুটি ভেঙে ম্যাচে ফিরেছিল হায়দরাবাদ। তারপর রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার ঝড় তুললে ম্যাচ ঘুরে যায় কলকাতার দিকে। এই জুটি ৪১ বলে ৯১ রান তোলে। ভেঙ্কটেশ ২৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬০ রান করেন। ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু।
৬ উইকেটে ২০০ রান করে কলকাতা।
কলকাতা রাঘুবংশীর বদলি নামায় বৈভবকে। তাদের ইম্প্যাক্ট সাব ছাপ রাখেন শুরুতেই। বৈভব ৯ রানের মধ্যে ট্রাভিস হেড ও ইশান কিষানকে ফেরান। মাঝে অভিষেক শর্মা হার্ষিত রানার শিকার। ১৩ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ধাক্কা খায় হায়দরাবাদ।
৭৫ রানে ৬ উইকেট হারালে হায়দরাবাদ ছোট প্রতিরোধ গড়ে আইনরিখ ক্লাসেন ও প্যাট কামিন্সের জুটিতে। তাদের বিচ্ছিন্ন করেন বৈভব। ক্লাসেনকে ৩৩ রানে ফিরিয়ে আবার ধস নামান তিনি। ১২ বলে ৮ রানে শেষ চার উইকেট পড়ে হায়দরাবাদের।
বৈভব চার ওভারে ১ মেডেনে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাচসেরা তিনি। বরুণ ২২ রান দিয়ে তিন উইকেট পান। আন্দ্রে রাসেল ১.৪ ওভারে ২১ রান খরচায় ২ উইকেট নেন।
চার ম্যাচে দ্বিতীয় জয়ে চার পয়েন্টে পাঁচে কলকাতা। সমান ম্যাচে তিন হারে দুই পয়েন্টে দশম হায়দরাবাদ।