X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

লখনউকে সহজেই হারালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ২৩:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২৩:২৮

লখনউ সুপার জায়ান্টস ১৭১ রান করে কোনও প্রতিরোধই গড়তে পারেনি। পাঞ্জাব কিংস এমনভাবে ১৭২ রানের লক্ষ্য ছুঁলো, যেন এটা কোনও ব্যাপারই নয়। গুজরাট টাইটান্সের পর লখনউকে হারিয়ে অন্যদের হুঁশিয়ার করলো তারা। 

১৭তম ওভারের দ্বিতীয় বলে শ্রেয়াস আইয়ার লং অন বাউন্ডারি দিয়ে ছক্কা মারেন। হাফ সেঞ্চুরি হয়ে যায় অধিনায়কের এবং পাঞ্জাব টানা দ্বিতীয় জয়ের আনন্দে মাতে ৮ উইকেটে।

তার আগে লখনউর মাঠে দ্রুততম হাফ সেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দেন প্রভসিমরান সিং। ২৩ বলে ফিফটি হাঁকান এই ওপেনার। ৩৪ বলে ৯ চার ও ৩ ছয়ে ৬৯ রান করেন তিনি।

জীবন পাওয়ার দুই বল পর আউট হওয়া প্রিয়াংশ আরিয়া (৮) আউট হলে শ্রেয়াসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন প্রভসিমরান। তিনি আউট হওয়ার পর তৃতীয় উইকেটের জুটিতে জয় পায় পাঞ্জাব। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন নেহাল ওয়াধেরা, ৩০ বলে ৫২ রানে খেলছিলেন শ্রেয়াস। আগের ম্যাচে ৯৭ রানে অপরাজিত ছিলেন পাঞ্জাব অধিনায়ক। 

২ উইকেটে ১৭৭ রান করে পাঞ্জাব।

এর আগে ব্যাটিংয়ে নেমে লখনউ পঞ্চম ওভারে ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। মিচেল মার্শ, এইডেন মারক্রাম ও রিশাভ পান্তকে হারায় তারা। 

নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনি ৫৪ রানের জুটিতে ওই ধাক্কা সামলাতে চেয়েছিলেন। কিন্তু দুজনের কেউই চল্লিশের ঘরে পৌঁছালেও হাফ সেঞ্চুরি উদযাপন করতে পারেননি। ৪৪ রানে পুরান আউট হন। 

তারপর বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার (১৯) দ্রুত বিদায় নেন। শেষ দিকে আব্দুল সামাদের ১২ বলে ২৭ রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল লখনউ। আয়ুশ ৪১ রানের ইনিংস খেলেন।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আর্শদীপ সিং।

লখনউ তিন ম্যাচে দ্বিতীয় হারে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব।

/এফএইচএম/
সম্পর্কিত
প্রথম হোম ম্যাচ, গুজরাটের কাছে প্রথম হার বেঙ্গালুরুর
রাজস্থানের কিপিং ও নেতৃত্বে ফিরছেন স্যামসন
দেখে মনে হয়েছে লখনউর পিচ বানিয়েছে ‘পাঞ্জাব কিউরেটর’: জহির
সর্বশেষ খবর
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন