পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। ইন-ফর্মে থাকা ব্যাটার মার্ক চাপম্যান ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারবেন না।
নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ৭৩ রানের জয়ে সেঞ্চুরি করেন চাপম্যান। কিন্তু ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েন। আক্রান্ত স্থানে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে স্ক্যানে।
বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর চাপম্যান পুনর্বাসনের জন্য অকল্যান্ডে ফিরে যাবেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশাবাদী, ৩০ বছর বয়সী ব্যাটারকে শনিবার তৃতীয় ম্যাচে পাওয়া যাবে।
স্টিড বলেছেন, ‘এটা অবশ্যই মার্কের জন্য হতাশার খবর, বিশেষ করে নেপিয়ারে প্রথম ওয়ানডেতে একটি দারুণ বিশেষ ইনিংসের পর। আমরা খুশি যে হ্যামস্ট্রিং ইনজুরিটা ছোট, তাই আশা করছি পুনর্বাসন শেষে মাউন্টে গ্রীষ্মের শেষ ম্যাচে তাকে দেখা যাবে।’