ওয়েস্ট ইন্ডিজের আসন্ন হোম সিজনের আগে পদত্যাগ করলেন টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্র্যাথওয়েট। এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রভম্যান পাওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন শাই হোপ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলেছে, তারা কয়েক সপ্তাহের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে।
২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্র্যাথওয়েট ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন। তার মেয়াদে দশটি ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা, হার ২২ ম্যাচে। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য ২০২৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় গ্যাবা টেস্ট জয়, চলতি বছর পাকিস্তানে ১-১ এ সিরিজ ড্র এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ তে হোম সিরিজ জয়।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম্বে জানিয়েছেন, প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে হোপকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। ২০২৩ সালের মে থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন পাওয়েল, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি।