রাজস্থান রয়্যালসের নতুন তিন নম্বর ব্যাটার নিতিশ রানার ব্যাটিং ঝড়ে ১৮২ রান স্কোরবোর্ডে জমা পড়ে। তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন চেন্নাই সুপার কিংসকে ১৭৬ রানে থামিয়ে দেয় দলটি। ৬ রানে চেন্নাইকে টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ দিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেলো রাজস্থান।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং নেয় চেন্নাই। ইনিংসের তৃতীয় বলে যশস্বী জয়সওয়ালকে (৪) রবিচন্দ্রন অশ্বিনের ক্যাচ বানিয়ে দারুণ শুরু এনে দেন খলিল আহমেদ।
সাঞ্জু স্যামসনকে নিয়ে ঝড় তোলেন রানা। ৭ ওভারে ৮২ রান তুলে এই জুটি বিচ্ছিন্ন হয়। ১৬ বলে ২০ রানে সামান্য অবদান রাখেন স্যামসন। ৩৬ বলে ১০ চার ও ৫ ছয়ে ৮১ রান করে ১২তম ওভারে আউট হন রানা।
এরপর রিয়ান পরাগ (৩৭) ও শিমরন হেটমায়ার (১৯) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করেননি। ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে রাজস্থান।
খলিলের সঙ্গে সমান দুই উইকেট নেন নুর আহমেদ ও মাথিশা পাথিরানা।
লক্ষ্যে নেমে কোনও রান না করেই চেন্নাইয়ের উদ্বোধনী জুটি ভাঙে। রাহুল ত্রিপাঠী ও রুতুরাজ গায়কোয়াড় ওই ধাক্কা সামাল দিচ্ছিলেন। কিন্তু হাসারাঙ্গা টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নেন। ৯২ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে চেন্নাই।
রুতুরাজ ৪৪ বলে ৬৩ রানে হাসারাঙ্গার চতুর্থ শিকার হন। শ্রীলঙ্কার স্পিনারের ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজস্থান। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা শেষ লড়াই চালিয়ে যান। তাতে শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২০ রানের। ধোনি ওই ওভারের প্রথম বলে আউট হলে জাদেজা ও জেমি ওভারটন কেবল ব্যবধান কমাতে পেরেছেন। ৬ উইকেট হারিয়ে তারা লক্ষ্য থেকে সাত রান দূরে থাকতে থেমে যায়।
হাসারাঙ্গা ৪ ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন।
ম্যাচসেরা হয়েছেন রানা। এই জয়ে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে নবম স্থানে উঠেছে রাজস্থান। টানা দ্বিতীয় হারে চেন্নাইয়ের অবস্থান সাতে।