X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

১৭ বছরে প্রথমবার ডারউইনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৭:৫৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:৫৭

দীর্ঘ ১৭ বছরে প্রথমবার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ফিরছে ডারউইন। আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবে মারারা ক্রিকেট গ্রাউন্ড। এই সিরিজ দিয়ে এখান থেকে শুরু হবে এবারের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে রবিবার। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পর মধ্য আগস্টে ছেলেদের ক্রিকেট মাঠে নামবে। নর্দার্ন অস্ট্রেলিয়ার ডারউইন, কেয়ার্নস ও ম্যাককে ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ। ম্যাককেতে প্রথমবার অস্ট্রেলিয়ার পুরুষ দল মাঠে নামবে।

ডারউইন শেষবার আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চস্থ করেছিল ২০০৮ সালে, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সিরিজ হয়েছিল। ২০২৫-২৬ মৌসুমে সবকটি প্রদেশ ও টেরিটরিতে ক্রিকেট খেলবে ছেলেদের দল।

অস্ট্রেলিয়াতে বাংলাদেশের পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজও হবে এই নর্দান টেরিটরিতেই। সেখানে দুই দলের মধ্যে দুটি টেস্টের সিরিজ হবে। ২০২৭ সালের মার্চে মূল ভেন্যুগুলোতেই হওয়ার কথা ছিল সিরিজটির। কিন্তু ওই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উদযাপন করবে বলে বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হচ্ছে ২০২৬ সালের অগাস্টে।

গত মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট খেলা ভারত নতুন মৌসুমে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে আট ম্যাচ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পার্থে ১৯ অক্টোবর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৯ অক্টোবর।

এই সিরিজের আগে অক্টোবরের শুরুতে তাসমান সাগরের অপর পাড়ের দেশ নিউ জিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়ানরা। তবে তার দিনতারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ভারতের বিপক্ষে সিরিজের পর শুরু হবে অ্যাশেজ সিরিজ। ৯ নভেম্বর পার্থে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রায় দেড়শ বছর পুরানো দ্বৈরথ।

এই মৌসুমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সামনেও থাকবে ব্যস্ততা। সেই সূচি জানিয়ে দেওয়া হবে পরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন