অসুস্থতার কারণে কলকাতা নাইট রাইডার্সের আগের ম্যাচে খেলতে পারেননি সুনীল নারিন। সুস্থ হয়ে ট্রেনিংয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাকে দেখা যেতে পারে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের ম্যাচের দিন সকালে অসুস্থতার কথা জানান নারিন। তার বদলে খেলানো হয় মঈন আলীকে। ম্যাচটি জেতার পর টিম হোটেলে দলের সঙ্গে উদযাপন করতে দেখা যায় নারিনকে।
নারিনের স্থলাভিষিক্ত মঈন চার ওভার বল করে ২৩ রানে দুই উইকেট নেন। তবে ব্যাট হাতে ১২ বলে করেন ৫ রান। উইন্ডিজ অলরাউন্ডার সোমবারের ম্যাচের জন্য ফিট না হলে ফের খেলতে দেখা যাবে মঈনকে।
২০১২ সালে নিজের প্রথম মৌসুম থেকে কলকাতার অবিচ্ছেদ্য অংশ নারিন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে আইপিএল শুরু করার ম্যাচে ২৬ বলে ৪৪ রান করেন তিনি। এছাড়া ২৭ রানে নেন ১ উইকেট।