গত জানুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের ড্রাফটে কোনও দলই আগ্রহ দেখায়নি। তবে পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি২০ কাপে রেকর্ড গড়া ব্যাটিংয়ে নজর কেড়েছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই খেলোয়াড় শাহিবজাদা ফারহান। সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাকে দলে টেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
টি২০ প্রতিযোগিতায় ফারহান পেশাওয়ারের হয়ে কোয়েটার বিপক্ষে ৭২ বলে ১৬২ রান করেন, যা এই ফরম্যাটে কোনও পাকিস্তানির সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০১৭ সালে কামরান আকমলের করা অপরাজিত ১৫০ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ইনিংস।
টি২০ কাপে ফারহান সাত ইনিংসে করেছেন যথাক্রমে ৬২, ৭৬, ১৬২*, ২৬, ১৪৮ ও ১৭। ১৮৯ স্ট্রাইক রেটে এই প্রতিযোগিতায় রেকর্ড ৬০৫ রান করেছেন তিনি। একই সঙ্গে কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করেছেন ফারহান, পেছনে ফেলেছেন ২০২২ পিএসএলে ফখর জামানের ৫৮৮ রানের রেকর্ডকে।
ফারহানের পিএসএল শুরু হয়েছিল ২০১৮ সালে। ইসলামাবাদেই যোগ দিয়েছিলেন তিনি উদীয়মান খেলোয়াড় হিসেবে। দলের দ্বিতীয় ট্রফি জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ইসলামাবাদের কোচ মাইক হেসন ফারহানের সামর্থ্যের ওপর ভরসা রাখছেন, ‘তার মতো একজন অভিজ্ঞ ও ফর্মে থাকা খেলোয়াড় যে কোনও সময় একাদশের অংশ হতে পারে। ঘরোয়া ক্রিকেটের মেধাবিদের সবসময় সুযোগ করে দেয় ইসলামাবাদ। ফারহানের অন্তর্ভুক্তি সেই নীতির অংশ।’
ফারহান রোমাঞ্চিত, ‘আমার প্রথম পিএসএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারা সম্মানের।’