বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন এবারের পাকিস্তান সুপার লিগে খেলবেন লাহোর কালান্দার্সের জার্সিতে। দলটি তাদের নতুন কোচ নিয়োগ দিয়েছে। অনিবার্য পারিবারিক দায়বদ্ধতার কারণে দায়িত্ব ছেড়ে দেওয়া ড্যারেন গফের স্থলাভিষিক্ত করা হয়েছে রাসেল ডমিঙ্গোকে।
গত বছর গ্লোবাল সুপার লিগের জন্য প্রাথমিকভাবে নিয়োগ পান গফ। দশম পিএসএলেও লাহোরের দায়িত্বে থেকে যাবেন, এমন আশা ছিল।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাবেক কোচ ডমিঙ্গো। চার বছরে লাহোরকে তৃতীয় শিরোপা এনে দেওয়ার লক্ষ্য তার, ‘২০২৫ পিএসএল মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। কাজ করতে, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এবং ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে অধীর অপেক্ষায় আছি। রোমাঞ্চকর যাত্রা শুরুর প্রস্তুতি নিতে চাই। আগামী কয়েক সপ্তাহে আপনাদের সবাইকে গর্বিত করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
লাহোরের যৌথ মালিক সামিন রানা বলেছেন, ‘পিএসএল দশম আসরের জন্য রাসেল ডমিঙ্গোকে আমাদের প্রধান কোচ হিসেবে পেয়ে আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে রাসেলের এত অভিজ্ঞতা যে সেটা তাকে কালান্দার্সের মূল্যবান সম্পদ বানিয়েছে। আমরা বিশ্বাস করি তার অভিজ্ঞতা এবারের আসরে আমাদের দলের সাফল্যে বিরাট ভূমিকা রাখবে।’
আগামী ১১ এপ্রিল পিএসএল শুরু হবে, রাওয়ালপিন্ডিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর।