বলা যায় মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন তামিম ইকবাল। গতকাল নেওয়া সিদ্ধান্তগুলো একটু এদিক-সেদিক হলেই ঘটতে পারতো প্রাণঘাতী কিছু! সেসব অবশ্য হয়নি। তামিম এখন অনেকটাই সুস্থ। যদিও এই মুহূর্তে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন দেশসেরা এই ওপেনার। মঙ্গলবার দুপুরে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে মাঠে ফেরার ব্যাপারটি নিয়ে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর।
সুস্থ হয়ে উঠলেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া তামিমের মাঠে ফেরাটা সহজ হচ্ছে না। স্বাভাবিক কার্যক্রম ও খেলাধুলায় ফিরতে তাকে অপেক্ষা করতে হবে অন্তত তিন মাস। এ প্রসঙ্গে আবু জাফর বলেছেন, ‘রোগীর সঙ্গে চিকিৎসকের কিছু বিষয় থাকে। সেগুলো সবার কাছে বলা সমীচীন নয়। এছাড়া সাধারণভাবে যেসব পরামর্শ দিয়েছি, সেগুলো জানিয়েছি। আজকে সময় যাচ্ছে... ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হলো ঝুঁকিপূর্ণ। স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ খেলাধুলায় ফিরতে তাকে ৩ মাস সময় দিতে হবে। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম, হাঁটাচলা করবেন। তবে বিশ্রামেই থাকতে হবে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘সামনের তিন মাস পুরোপুরি পর্যবেক্ষণে থাকবেন তামিম। তার শারীরিক অবস্থা কী, কোনও ধরনের অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে- এগুলো বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে অনুমতি দেবে যে, আপনি এখন খেলতে পারবেন।’
তামিমের শারীরিক অবস্থা নিয়ে আবু জাফর বলেছেন, ‘আজকে সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনও সমস্যাই নেই, তরতাজা। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। এতে আবারও অস্বাভাবিক বিট হতে পারে। যদিও এর সম্ভাবনা অবশ্যই কমে গেছে। ওটা (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছিল, কারণ একটা বড় রক্তনালী বন্ধ হয়ে গিয়েছিল, খাবার নেই, অক্সিজন নেই, সেজন্য অস্বাভাবিক বিটটা হয়েছিল। এখন সেটা (রক্তনালী) খুলে গেছে।’