ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। টসও করেন ঠিকঠাক। কিন্তু শাইনপুকুরের বিপক্ষে বল গড়ানোর আগে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার হার্টে ব্লক ধরা পড়লে রিংও পরানো হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, তামিমের অবস্থা এখন উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে তামিমের অসুস্থতার খবরে নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্ব। তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন যুবরাজ সিং ও লাসিথ মালিঙ্গার মতো সাবেক ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার সাবেক পেসার মালিঙ্গার পোস্ট, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছ, তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি তামিম।’
তামিমের সুস্থতা কামনা করেছেন যুবরাজ, 'তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছো। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও তামিমের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’
ভারতীয় ক্রিকেটার ও তামিমের বন্ধু মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’
বাদ যায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তারা লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনি ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’