X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ২২:১৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২৩:৫৯

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তারও বহু বছর আগে ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কিউইদের কাছে হেরেছিল তারা। এই দুটি হারের বদলা নিয়ে ফেললো রোহিত শর্মারা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শোধ তোলার মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্নায়ুচাপ ধরে রেখে ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ইভেন্টের ট্রফি জিতলো মেন ইন ব্লুরা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিততে না পারার আক্ষেপও যেন ঘুচলো।

২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যৌথভাবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার ১১ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে ২০১৩ সালে শিরোপা জেতে তারা। এবার এক যুগ পর তারা হাতে নিলো তৃতীয় ট্রফি। 

লক্ষ্যটা ছিল ২৫২ রানের। শুরুটাও ছিল দারুণ। অধিনায়ক রোহিত শর্মা প্রথম থেকে হাত খুলে খেললেন। ইনিংসের দ্বিতীয় বলে কাইল জেমিসনকে ছক্কা মারেন ভারতের ওপেনার। একই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে গেছেন তিনি আরও লম্বা সময়। ১১তম ওভারে ৪১ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। শুবমান গিলের সঙ্গে ১০৫ রানের জুটি ছিল তার। এরপরই হঠাৎ ছন্দপতন।

বিনা উইকেটে ১০৫ রান করা ভারত ১২২ রানে হারায় তিন উইকেট। গিল, বিরাট কোহলির পর রোহিতও মাঠ ছাড়েন। ১৯তম ওভারে মিচেল স্যান্টনারের শিকার হন গিল, করেন ৩১ রান। কোহলি ২ বল খেলে এক রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হন। রোহিতকে ৭৬ রানে ফেরান রাচিন রবীন্দ্র। এই বিপর্যয়ের রেশ বেশিক্ষণ থাকেনি। 

তারপর ক্রিজে নেমে শ্রেয়াস আইয়ার ওই ধাক্কা সামলে নেন। অক্ষর প্যাটেলের সঙ্গে ৬১ রানের দারুণ জুটি গড়েন তিনি। লং অনে ৪৬ রানে জেমিসনের হাতে জীবন পেয়ে নিউজিল্যান্ডকে আক্ষেপে ভাসান শ্রেয়াস। তবে ৩৯তম ওভারে তাকে থামতে হয়েছে। ৪৮ রানে মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ হন শ্রেয়াস। কিছুক্ষণ পর অক্ষরও ২৯ রানে ব্রেসওয়েলের শিকার হলে উত্তেজনা তৈরি হয়।

তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে লোকেশ রাহুল আক্রমণাত্মক জুটিতে দলকে জয়ের পথে রাখেন। লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকতে হার্দিক ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। জেমিসনকে ফিরতি ক্যাচ তুলে দেন তিনি। কিছুটা বিচলিত হয়ে পড়ে ভারতের ড্রেসিংরুরম। তবে পথ হারায়নি মেন ইন ব্লুরা। রবীন্দ্র জাদেজা ও রাহুল মিলে এক ওভার হাতে রেখে দলকে জেতান। ৪৯তম ওভারের শেষ বলে চার মেরে ভারতকে শিরোপা জয়ের আনন্দে ভাসান জাদেজা। ৬ উইকেটে ২৫৪ রান করে ভারত। ৩৪ রানে রাহুল ও ৯ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

এর আগে ওপেনিংয়ে ৫৭ রান করা নিউজিল্যান্ড মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে।

ম্যাচসেরা হয়েছেন রোহিত। ২৬৩ রান করার পাশাপাশি তিন উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন।

/এফএইচএম/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা
যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবির কেউ ছিল না
আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত!
সর্বশেষ খবর
প্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন