X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মুশফিককে ধন্যবাদ জানালো বিসিবি

বাংলা টিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ২০:০০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২০:০০

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দিয়েছেন বুধবার রাতে। তারপর থেকেই সামাজিক মাধ্যমে সতীর্থরা তার অবদানের কথা নানাভাবে উল্লেখ করছেন। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ধন্যবাদ জানিয়েছে মুশফিককে। 

৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন। বিসিবি তার অসাধারণ নিষ্ঠা, নিবেদন এবং পেশাদারিত্বের প্রশংসা করেছে, যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাট হাতে কিংবা গ্লাভস পরে তার পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেট অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ ছিল।  

আনুষ্ঠানিকভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বরাত দিয়ে লিখেছে, ‘মুশফিকুর রহিমের কাজের মনোভাব, দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই তার নাম উজ্জ্বলভাবে উঠে আসবে। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং বৈশিষ্ঠ্যের কথা বলছে। আমি নিশ্চিত, সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদও মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের অবদানের প্রতি তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুশফিকুর রহিমের কাজের পদ্ধতি, প্রাণোচ্ছ্বলতা এবং তার দৃঢ় সংকল্প ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর কথা বললে, তার নাম সব সময় উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়ে আসবে।’

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার মুশফিক। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪টি ওয়ানডে খেলেছেন তিনি। রান করেছেন ৭ হাজার ৭৯৫। তামিম ইকবালের (৮৩৫৭) পর ওয়ানডেতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। প্রেস বিজ্ঞপ্তিতে মুশফিকের রেকর্ডগুলোও উল্লেখ করা হয়েছে।  স্টাম্পের পেছনে ২৪৩টি ক্যাচ ছাড়াও ৫৬ স্টাম্পিং করেছেন মুশফিক। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল উইকেটরক্ষক তিনি। ৩৭ ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া মুশফিক মোট পাঁচটি বিশ্বকাপ খেলেছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
ফারুক আহমেদের সম্মানহানি করতেই অপপ্রচার চালানো হয়েছে: বিসিবি 
পাল্টা অভিযোগ দেবব্রতর, অডিও রেকর্ড প্রকাশের দাবি
সর্বশেষ খবর
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা