X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মুশফিকের অবসরে মাশরাফি-তাসকিনদের আবেগঘন পোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১০:০০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১০:২৫

ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এক আবেগঘন বার্তায় মুশফিক লিখেছেন, 'আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’ মুশফিকের অবসর ঘোষণার পর তার সতীর্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করছেন।  

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মাশরাফির আশা সাদা পোশাকে বাকি ক্যারিয়ারটা রঙিন করে তুলবেন মুশফিক, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও।’

তাসকিন ফেসবুকে লিখেছেন, 'মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।'

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই।' সৌম্য লিখেছেন, 'অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।'

সাবেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান কখনো এদেশের মানুষ ভুলবেনা ! ভাল থাকবেন লিজেন্ড।’

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম মুশফিককে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন, ‘ক্রিকেটের প্রতি আপনার আবেগ, নিষ্ঠা এবং লড়াকু মনমানসিকতা শুধু আমার জন্য নয়, বরং দেশের প্রতিটি ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণার। শৈশবে টিভি স্ক্রিনে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মানো এবং পরবর্তীতে আপনার সঙ্গেই জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য অনেক বড় একটি অর্জন। সবকিছুর জন্য ধন্যবাদ প্রিয় মুশফিকুর রহিম ভাই।’

মুশফিকের মতো বগুড়ার ছেলে তাওহীদ হৃদয়। নানা প্রয়োজনে ক্যারিয়ার জুড়েই মুশফিকের কাছ থেকে পেয়েছেন সহযোগিতা। আন্তর্জাতিক ওয়ানডে ক্যাপটিও প্রিয় ক্রিকেটার মুশফিকের কাছ থেকে পেয়েছিলেন। স্মৃতিকাতর তাওহীদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি অনুশীলন করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআই -এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা:- আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়! এরকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতো দিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না।’

জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলামের কাছেও মুশফিক অনুপ্রেরণার নাম। তিনি লিখেছেন, ‘আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম। আমি যখন বোলিং প্রান্তে থাকি, আপনি কিপিং প্রান্তে সেই মুহূর্ত টা মিস করবো, সেইসময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য সেটা অসাধারণ। আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’

উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ছোট কথায় লিখেছেন, ‘খুব মিস করবো ভাই।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ে সিরিজের আগে রানে ফিরলেন মুশফিক, মোহামেডানের জয়
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
তাসকিনকে নয়, শার্দুলকে বেছে নিয়েছে লখনউ
সর্বশেষ খবর
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত