X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

হৃদয়কে ছাপিয়ে গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৯

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রাহুল ৪১* ও গিল ১০১*, অক্ষর ৮, শ্রেয়াস ১৫, কোহলি ২২, রোহিত ৪১)

বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮/১০ (মোস্তাফিজ ০*, হৃদয় ১০০, তাসকিন ৩, তানজিম ০, রিশাদ ১৮, জাকের ৬৮, সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫, তানজিদ ২৫, মুশফিক ০)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মতো দলের বিপক্ষে ২২৮ রান যে ডিফেন্ড করার মতো স্কোর না, তা না বললেও চলে। শুবমান গিলের অষ্টম সেঞ্চুরিতে ২১ বল বাকি থাকতেই বাংলাদেশকে হার দেখতে হলো।

শিরোপা জেতার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের আশায় গুঁড়েবালি। দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভারত দুবাইয়ের স্লো উইকেটে তাদেরকে ২২৮ রানে থামিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে।

বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। জাকের আলী ও তাওহীদ হৃদয় ১৫৪ রানের জুটিতে দলকে টেনে তুললেও শুরুর বিপর্যয়ের প্রভাব কাটাতে পারেনি। টেনেটুনে ২২৯ রানের লক্ষ্য দিয়ে অলআউট হয় তারা। জাকের করেন হাফ সেঞ্চুরি, প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান হৃদয়ও।

ভারতের বোলার মোহাম্মদ শামি ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে কম পুঁজিতে আটকে দেন।

লক্ষ্যে নেমে গিলের দৃঢ় ব্যাটিংয়ে ভারত ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায়। 

রোহিত ৪১ রানে আউট হওয়ার আগে ১১ হাজার ওয়ানডে রানের মাইলফলকে পৌঁছান। রিশাদ হোসেনের বোলিংয়ে ১৪৪ রানে ভারত চার উইকেট হারালেও গিল ও লোকেশ রাহুল অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৯ রানে জাকেরের হাতে জীবন পাওয়া রাহুলের ছক্কায় জয়ের আনুষ্ঠানিকতা সারে তারা।

গিল ১২৫ বলে সেঞ্চুরির দেখা পান। ১২৯ বলে ৯ চার ও ২ ছয়ে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৪১ রানে খেলছিলেন রাহুল।

রাহুলের ক্যাচ ছাড়লেন দুইবার জীবন পাওয়া জাকের

ব্যাটিংয়ে নেমে নিজের প্রথম বলেই স্লিপে রোহিত শর্মার ক্যাচ ফসকে জীবন পান জাকের আলী। ম্যাচে আরেকবার আউট হওয়া থেকে বেঁচে যান তিনি। বাংলাদেশি ব্যাটার ওইবার লোকেশ রাহুলের স্টাম্পিং ব্যর্থতায় টিকে গেছেন। সেই ভারতীয় উইকেটকিপার ব্যাটারকেই ফিল্ডিংয়ে জীবন দিলেন জাকের। ৯ রানে লেগ সাইড বাউন্ডারিতে শট নিয়েছিলেন রাহুল। বল হাতের তালুতে পড়েও ফসকে যায়। 

ফিরতি ক্যাচে অক্ষরকে ফেরালেন রিশাদ

বিরাট কোহলির পর অক্ষর প্যাটেলকে আউট করলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের বলে তাকে ফিরতি ক্যাচ তুলে দেন ভারতীয় ব্যাটার। ৮ রান করেন অক্ষর। ১৪৪ রানে চার উইকেট হারালো ভারত।

ভারতের তৃতীয় উইকেট পেলো বাংলাদেশ

দলীয় ১৩৩ রানে ভারতের তৃতীয় উইকেট পেলো বাংলাদেশ। ২৮তম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজুর রহমান ফেরালেন শ্রেয়াস আইয়ারকে। ১৭ বলে ২ চারে ২৫ রান করে নাজমুল হোসেন শান্তর ক্রাচ হন ভারতীয় ব্যাটার। 

রিশাদের শিকার কোহলি, গিলের হাফ সেঞ্চুরি

রিশাদ হোসেনের বলে বিরাট কোহলি ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেন। সৌম্য সরকারকে ক্যাচ দেন তিনি। ২৩তম ওভারে ১১২ রানে দ্বিতীয় উইকেট হারালো ভারত। শুবমান গিলের সঙ্গে তার জুটি ৪৩ রানের।

২৫তম ওভারে রিশাদ হোসেনের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৬৯ বলে হাফ সেঞ্চুরি করেন গিল। এটাই তার ক্যারিয়ারে সবচেয়ে মন্থর ফিফটি।

রোহিতকে ফেরালেন তাসকিন

দুবাইয়ে আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের চাপে পড়েছিল। তবে ২২৯ রানের লক্ষ্যে নেমে ভারত সাবলীল ব্যাটিং করেছে। রোহিত শর্মা ও শুবমান গিলের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে বাংলাদেশের অস্বস্তি বাড়তে থাকে। অবশেষে পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে রোহিতকে রিশাদ হোসেনের ক্যাচ বানালেন তাসকিন আহমেদ। ৩৬ বলে ৭ চারে ৪১ রান করেন ভারতের অধিনায়ক। ৬৯ রানে ভাঙলো উদ্বোধনী জুটি। 

ভারতকে শুরুতে চমকে দিতে পারেনি বাংলাদেশ

মাত্র ২২৯ রানের লক্ষ্য দিয়ে জেতার জন্য বাংলাদেশকে সেরা কিছুই করতে হতো। ৫ ওভার খেলা শেষে বলার মতো বোলিং দেখাতে পারেননি তাসকিন-মোস্তাফিজরা। রোহিত শর্মা ও শুবমান গিল অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করেছেন।

ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজকে চার মেরে ১১ হাজার ওয়ানডে রানের মাইলফলকে পৌঁছান রোহিত। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ও বিশ্বের দশম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

হৃদয়ের সেঞ্চুরি উদযাপন

হৃদয়-জাকের জুটিতে বড় বিপদ কাটিয়ে বাংলাদেশের ২২৮ রান

মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৫ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। তাদের হাল ধরা ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের সম্মানজনক স্কোর করেছে। ইনিংসের দুই বল বাকি থাকতে অলআউট তারা।

জাকের ও হৃদয় ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন। জাকের দুইবার জীবন পেয়ে ৬৮ রানে থামেন। আর নব্বইয়ের ঘরে পৌঁছে বাঁ পায়ের ক্র্যাম্পে পড়া হৃদয় প্রথম সেঞ্চুরি পান। তিনি ১০০ রান করেন শেষ ব্যাটার হিসেবে আউট হন। 

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফাইফারের দেখা পান। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে ভারতের হয়ে সর্বোচ্চ ৬০ উইকেট নিলেন তিনি, পেছনে ফেলেছেন জহির খানকে (৫৯)।

হৃদয়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, শামির পাঁচ উইকেট

৪৭তম ওভারের চতুর্থ বলে বাঁ পায়ে ক্র্যাম্পের শিকার হন তাওহীদ হৃদয়। প্রচন্ড ব্যথা সহ্য করেই বাকি সময় খেলে যাওয়ার দৃঢ়তা দেখান। শুরুটা করেন চার মেরে। এরপর সিঙ্গেল নিয়েই বাকি রান করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি উদযাপন করেন ডানহাতি ব্যাটার। ৪৯তম ওভারের প্রথম বলে ১১৪ বল খেলে ৬ চার ও ২ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান হৃদয়। নবম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে শতক হাঁকালেন তিনি। একই ওভারে তাসকিন আহমেদ আউট হন তিন রান করে। মোহাম্মদ শামির বলে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দেন তিনি। ইনজুরির সঙ্গে লড়াই করে মাঠে ফেরা ভারতীয় পেসার পাঁচ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দেন।

হৃদয়ের হাফ সেঞ্চুরি উদযাপন

সেঞ্চুরির পথে হৃদয়, আউট রিশাদ-তানজিম

ঝড়ো ইনিংস খেলে রিশাদ হোসেন দলীয় ইনিংস দুইশ পার করেন। ৪৫তম ওভারের চতু্র্থ বলে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে ২০০ করেন তিনি। পরের ওভারে হার্ষিত রানার বলে হার্দিক পান্ডিয়ার ক্যাচ হন রিশাদ, ১২ বলে ১৮ রান করেন তিনি। নতুন ব্যাটার তানজিম হাসান সাকিব চার বল খেলে রানের খাতা খুলতে পারেননি। শামির বলে বোল্ড হন তিনি। ২১৫ রানে ৮ উইকেট হারালো বাংলাদেশ।

জাকেরের বিদায়ে ভাঙলো রেকর্ড জুটি

রেকর্ড জুটি গড়ে বিচ্ছিন্ন হলো জাকের আলী ও তাওহীদ হৃদয়ের জুটি। মোহাম্মদ শামির বলে জাকের বিরাট কোহলির হাতে ধরা পড়েন। ১১৪ বলে চারটি চারে ৬৮ রান করেন তিনি। তাতে ১৫৪ রানে ভেঙে গেলো জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ বা তার পরের উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রান এবং ভারতের বিপক্ষেও বাংলাদেশের এটাই ওয়ানডে রেকর্ড জুটি। ১৮৯ রানে বাংলাদেশ হারালো ছয় উইকেট।

সবচেয়ে কম ৫১২৬ বলে দুইশ ওয়ানডে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি। অবশ্য সবচেয়ে কম ওয়ানডে খেলে এই মাইলফলক ছোঁয়ার তালিকায় দুই নম্বরে ভারতীয় পেসার। ১০২ ম্যাচে এই কীর্তি গড়েন মিচেল স্টার্ক, তার চেয়ে যৌথভাবে দুটি বেশি ম্যাচ খেলেছেন শামি ও সাকলাইন মুশতাক। এদিকে ভারতের হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি ১৫৬তম ক্যাচ নিলেন কোহলি।

জাকের-হৃদয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জুটি

৩৫ রানে পাঁচ উইকেট পতনের পর বাংলাদেশের কম রানে অলআউটের শঙ্কা জেগেছিল। সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে ষষ্ঠ উইকেটে জাকের আলী ও তাওহীদ হৃদয়ের দেড়শ রান ছাড়ানো জুটিতে। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। জাকের আলী তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তাওহীদ হৃদয় তুলে নিয়েছেন অষ্টম। হৃদয় ফিফটি করেছেন ৮৫ বলে। জাকের ফিফটি পেয়েছেন ৮৭ বলে। ৪৩তম ওভারের তৃতীয় বলে চার মেরে জুটিকে দেড়শ পার করেন হৃদয়।

জীবন পেয়ে জাকের-হৃদয়ের পঞ্চাশ ছাড়ানো জুটি 

৯ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে রয়েছে বাংলাদেশ। ৩৫ রানে পঞ্চম উইকেট হারানো লাল-সবুজ দল ১২.১ ওভারে এসে জাকের আলী ও তাওহীদ হৃদয়ের ব্যাটে দলীয় পঞ্চাশ পূরণ করেছে। তাদের জুটি পঞ্চাশও ছাড়িয়েছে ষষ্ঠ উইকেটে। 

অবশ্য তাদের জুটিতে ছিল ভাগ্যের ছোঁয়া। প্রথম বলেই জাকেরের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। তার পর কুলদীপের প্রথম বলে হৃদয়কে জীবন দেন হার্দিক পান্ডিয়া। ব্যক্তিগত ২৪ রানে আবার জীবন পান জাকের। জাদেজার বলে স্টাম্পিং মিস করেছেন রাহুল।  

বাংলাদেশ সর্বশেষ প্রথম দশ ওভারে পাঁচ উইকেট হারিয়েছে ৫৫ ম্যাচ আগে ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে।  

শুরুর দিকে ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিচ্ছিলেন তানজিদ হাসান। অক্ষরের জোড়া আঘাতে ভীষণ বিপদে বাংলাদেশ

শুরু থেকে বাকিদের সঙ্গ না পেলেও একার লড়াইয়ে মেরে খেলছিলেন ওপেনার তানজিদ হাসান। নবম ওভারে এসে তাকে ২৫ রানে থামিয়েছেন অক্ষর প্যাটেল। অবশ্য তানজিদ গ্লাভসবন্দি হয়েছেন কিনা সেটা নিয়ে স্পিনার অক্ষর প্যাটেল নিশ্চিত ছিলেন না। নিশ্চিত ছিলেন কিপার লোকেশ রাহুল। আম্পায়ার পল রাইফেল মাথা নাড়িয়ে আউটের সিগন্যাল দিলেও বেশ সময় গড়িয়ে গেছে। তানজিদ নিজেও রিভিউ নিতে চেয়েছিলেন। কিন্তু বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় বিদায় নিতে হয় তাকে। পরের বলে অক্ষরের জোড়া শিকার হন মুশফিকুর রহিম। ভাসানো বলে তাকে এগিয়ে এসে খেলতে বাধ্য করেন অক্ষর। ডিফেন্ড করতে চাইলেও শার্প ক্যাচ হয়ে অভিজ্ঞ মুশফিক শূন্য রানে ফিরেছেন। পরের বলে জাকের আলীরও ক্যাচ গিয়েছিল স্লিপে। কিন্তু রোহিত ক্যাচ নিতে ব্যর্থ হলে হ্যাটট্রিক বঞ্চিত হন অক্ষর। 

মিরাজের বিদায়ে পড়লো তৃতীয় উইকেট, চাপে বাংলাদেশ

শুরুর দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামলাতে পাল্টা আক্রমণ শুরু করেন আরেক ওপেনার তানজিদ হাসান। তিনি হাত খোলার চেষ্টা করলেও প্রমোশন পাওয়া মিরাজের বিদায়ে চাপে বাংলাদেশ। প্রান্ত আগলে খেলার জন্য মিরাজকে নামানো হলেও সপ্তম ওভারে সামির শিকার হয়েছেন তিনি। স্লিপে তার ক্যাচ নিয়েছেন শুবমান গিল। মিরাজ আউট হয়েছেন ৫ রানে।   

প্রথম দুই ওভারে দুই উইকেট হারালো বাংলাদেশ

টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা হতাশাজনক হয়েছে বাংলাদেশের। শুরুর দুই ওভারেই ফিরেছেন দুই ব্যাটার। প্রথম ওভারে মোহাম্মদ সামির বলে ড্রাইভ খেলতে গিয়ে ওপেনার সৌম্য সরকার শূন্য রানে গ্লাভসবন্দি হয়েছেন। দ্বিতীয় ওভারে হর্ষিত রানার আঘাতে ফিরেছেন নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাজে টাইমিংয়ের খেসারত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কভার ড্রাইভ করতে গিয়ে সরাসরি কোহলির সহজ ক্যাচে পরিণত হয়েছেন তিনি। সৌম্যর মতো তিনিও শূন্য রানে আউট হয়েছেন।  

টসের মুহূর্তের ছবি। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মাহমুদউল্লাহ

দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে তারা শুরুতে বোলিং নিতেন। কারণ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তার কাছে মনে হচ্ছে, আলোর নিচে ব্যাটিংটা সহজ। 

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়িয়েছিল ৮ বছর আগে ২০১৭ সালে। সেবার মাশরাফির বাংলাদেশ ভারতের কাছে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে পারলেই স্বপ্নের ফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। হারলেও অবশ্য যে কোন বৈশ্বিক আসরে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। 

একাদশে কারা

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে খেলতে নামছে। মাহমুদউল্লাহ রিয়াদও নেই। পরে জানা গেছে, হালকা চোট রয়েছে তার। ম্যাচের আগে থেকে পেসার নাহিদ রানাকে নিয়ে আলোচনা চললেও একাদশে জায়গা হয়নি তার। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন মোস্তাফিজ ও তানজিম হাসান। স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান। 


ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও মোহাম্মদ সামি। 

/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা
যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবির কেউ ছিল না
আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত!
সর্বশেষ খবর
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সাক্ষাৎ
পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সাক্ষাৎ
২ কোটি ২০ লাখ রুপিতে ‘বেবি এবি’ চেন্নাইয়ে
২ কোটি ২০ লাখ রুপিতে ‘বেবি এবি’ চেন্নাইয়ে
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ