X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সাকিব প্রশ্নে শান্তর উত্তর, ‘জি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪

করাচিতে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বুধবার ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। তার আগে বুধবার স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেও ঘুরে ফিরে এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। যার উত্তরে এক বাক্যেই থেমে যান বাংলাদেশের অধিনায়ক।

শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? উত্তরে অধিনায়ক স্রেফ বলেছেন, ‘জি না।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর ভারত সফরে গিয়ে এমন ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের সেই স্বপ্ন পূরণ হয়নি। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন। সাম্প্রতিক পট পরিবর্তনে সাকিবের জাতীয় দলে আর খেলার সম্ভবনা নেই বললেই চলে! তবু সংবাদ সম্মেলনে প্রায়ই সাকিবকে নিয়ে প্রশ্ন ওঠে! দেশ ছাড়ার আগে গণমাধ্যমের এক প্রশ্নে বিরক্ত প্রকাশ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত, ‘হ্যাঁ, অবশ্যই মিস করবো। এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না। সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো। উনি থাকলে ভালো হতো। এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন। তাই আমার মনে হয় না, এত বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।’

দুইদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। সেখানেও সাকিব প্রশ্নে বিরক্ত হয়ে চলে যান তিনি। দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিসিবি। সভায় সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনায় ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের প্রসঙ্গ চলে আসে। অনেক সাবেক অধিনায়ক সভাতে আমন্ত্রণ পেলেও সাকিব পাননি। এ ব্যাপারে জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন ফাহিম, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? সাকিবকে নিয়ে আর কোনও প্রশ্ন? ধন্যবাদ।’

বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না এলেও এই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে ওই দুই ক্রিকেটারের শেষ আইসিসি ইভেন্ট। শান্ত অবশ্য জানিয়েছেন, শেষ ইভেন্ট কিনা সেসব নিয়ে মাহমুদউল্লাহ-মুশফিকের কোন মাথা ব্যাথা নেই। তারা খেলাটা উপভোগ করে খেলছে, ‘আমি মনে করছি না তারা ওইভাবে চিন্তা করছেন। তারা এখনও খেলাটা উপভোগ করছেন। আমি আশা করবো, তারা তাদের ওই অভিজ্ঞতা এখানে প্রদর্শন করবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিব কীভাবে একটি বাজে দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে দুদকের আসামি হতে পারেন সাকিব আল হাসান: দুদক চেয়ারম্যান 
সর্বশেষ খবর
সাকিব কীভাবে একটি বাজে দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
সাকিব কীভাবে একটি বাজে দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সাক্ষাৎ
পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সাক্ষাৎ
২ কোটি ২০ লাখ রুপিতে ‘বেবি এবি’ চেন্নাইয়ে
২ কোটি ২০ লাখ রুপিতে ‘বেবি এবি’ চেন্নাইয়ে
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ