খেলাধুলাতেও পড়ছে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাকি আট দল পাকিস্তানে গেলেও ভারত সবগুলো ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতে। হাইব্রিড মডেল মেনে পাকিস্তান তাদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে খেলতে দুবাই যাবে। এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে একটি ভিডিও নিয়ে। করাচি জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলের পতাকা উড়লেও সেখানে নেই ভারতেরটি!
ভিডিওর বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়নি। অনেকের মতে, ইচ্ছা করেই ভারতের পতাকা লাগানো হয়নি। তবে পিসিবি বিতর্কের অবসান ঘটিয়ে জানালো, পাকিস্তানে যেসব দল খেলবে, শুধুমাত্র তাদের পতাকাই উড়ানো হয়েছে টুর্নামেন্ট ভেন্যুগুলোতে।
সংবাদ সংস্থা আইএএনএসকে পিসিবির এক সূত্র বলেছেন, ‘আপনাদের জানা আছে, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ম্যাচ খেলতে পাকিস্তানে আসছে না। করাচির জাতীয় স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পতাকা উড়ানো হয়েছে শুধুমাত্র যারা এসব স্টেডিয়ামে খেলতে আসছে তাদের।’
তিনি আর যোগ করেন, ‘ভারত দল তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশও পাকিস্তানে আসেনি, তারা প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে দুবাইয়ে। তাদের পতাকাও লাগানো হয়নি, যারা এখানে এসেছে এবং পাকিস্তানে খেলবে তাদের পতাকা স্টেডিয়ামে আছে। পাকিস্তানের ভিন্ন স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিভিন্ন দলের ম্যাচ আয়োজন করবে। তাদেরকে স্বাগত জানাতে পতাকা লাগানো হয়েছে।’