১০টি দল নিয়ে নারী প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনে গতবার তৃতীয় হওয়া রূপালী ক্রীড়া পরিষদ এবারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৯ দল নিয়ে আগামীকাল বুধবার লিগ শুরু হচ্ছে। নারীদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট শুরুর আগে মঙ্গলবার বিকালে একাডেমি মাঠের সামনে অনুষ্ঠিত হয়ে গেলো ট্রফি উন্মোচন। ৯ দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় দল ও শেলটেক ক্রিকেট একাডেমি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন লিগ খেলে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে চান তারা।
এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং শেলটেক ক্রিকেট একাডেমি।
লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে। সকাল নয়টা থেকে ম্যাচগুলো শুরু হবে।
উদ্বোধনী দিনে মিরপুরে লড়াইয়ে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেলটেক। ঢাকা লিগে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। এবারও দলটির নেতৃত্বভার অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনের কাঁধে। টুর্নামেন্ট নিয়ে সালমা বলেছেন, ‘আমাদের ভালো দল হয়েছে। অবশ্যই চেষ্টা করবো শেষবারের চ্যাম্পিয়শিপের ধারাবাহিকতা ধরে রাখতে। আমার দলের প্রতি আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।’
মোহামেডানের প্রতিপক্ষ মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব, দলটি নতুন নাম শেলটেক ক্রিকেট একাডেমি। এই দলের অধিনায়ক জ্যোতি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মনে করেন নারী ক্রিকেটে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ক্রিকেটে আসার গুরুত্ব অনেক, ‘প্রথমত আমি বলবো কর্পোরেট দলগুলো ওমেন্স ক্রিকেটে আসা অনেক ইতিবাচক। তারা আসছে, বিনিয়োগ করছে। নতুন নতুন ক্রিকেটার বের করার পেছনে তাদের অবদান অনেক। আমিও শেষ মুহূর্তে এই দলের সঙ্গে যুক্ত হয়েছি। ওনাদের অফিসিয়ালরা অনেক বেশি ফেক্সিবল। প্লেয়ারদের অনেক বেশি ফ্রিডম দেয়। যে সব সুযোগ সুবিধা অন্য দলগুলো পায় না সেসবও আমরা পেয়েছি। দল হিসেবে আমাদের দলটি অনেক ব্যালান্সড। জাতীয় দলের তিনজনের মতো ক্রিকেটার আছে এখানে। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে।’
প্রিমিয়ার লিগের মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিয়ে রাখতে চান জ্যোতি, ‘বিশ্বকাপ বাছাই পর্বের আগে এই লিগটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেটার ক্রিকেট খেলতে পারলে তার প্রভাব আমাদের বাছাইপর্বে পড়বে।’
এক প্রশ্নের জবাবে জ্যোতি আরও বলেছেন, ‘আগামীকালকে (বুধবার) আমরা এখানে একটা ম্যাচ খেলতে যাচ্ছি। আমার প্লেয়িং ক্যারিয়ারে মনে হয় এখানে আমি একবারই ম্যাচ খেলেছিলাম। ২০১১ সালে সম্ভবত লিগের কোনও ম্যাচ। এদিক থেকে এটা ভালো উদ্যোগ। আশা করি ভালো ম্যাচ হবে। বলের ব্যাপারে বলতে চাই, আশা করি ভালো বল পাবো আমরা।’
এদিকে আবাহনীর অধিনায়ক ফারজান হক পিংকিও তার দল নিয়ে দারুণ আশাবাদী, ‘আমার দলটা নিয়ে আমি খুব আশাবাদী। আমার দলের সবাই পেশাদার। সবাই ভালো খেলতে খুব ক্ষুধার্ত। আমার দলের ক্রিকেটাররা সবাই মোটামুটি মানের। এই দলটি নিয়ে যদি মাঠের লড়াইয়ে সেরাটা দিতে পারি, তাহলে আবাহনীর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’
জাতীয় দলের তরুণ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। গুলশান ইয়ুথ ক্লাবের নেতৃত্বে আছেন তিনি। গুলশান এই ক্লাবটি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসেবে পেয়েছেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলকে পেয়ে দারুন খুশি। আশরাফুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া রাবেয়ারা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে রাবেয়া বলেছেন, ‘আমরা খুবই খুশি ভাইয়াকে (মোহাম্মদ আশরাফুল) পেয়ে। ভাইয়া আমাদের ব্যাটারদের নিয়ে অনেক কাজ করছেন। তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদের দলটা বেশ ব্যালান্সড। আশা করি আমরা ভালো একটা ফাইট দিতে পারবো।’
বুধবার থেকে শুরু হচ্ছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। পুরো লিগের সূটি এখনও ঘোষণা করেনি বিসিবি। ঘোষিত প্রথম রাউন্ডের সূচি অনুযায়ী বুধবার তিনটি ভেন্যুতে ৬টি দল মাঠে নামবে। মিরপুরে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেলটেক ক্রিকেট একাডেমি। এছাড়া বিকেএসপিতে খেলবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। একই দিনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ ও গুলশান ইয়ুথ ক্লাব লড়াইয়ে নামবে। পরদিন বৃহস্পতিবার বিকেএসপিতে স্বাগতিক দল মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দলের।