X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

বেলস পার্কে জনসমুদ্র, নিরাপত্তার কারণে পণ্ড কনসার্ট, তামিমদের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬

চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার বিকাল ৩টায় বরিশাল নগরীর বেলস পার্কে ট্রফি নিয়ে হাজির হয়েছেন তামিম ইকবালরা। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। নিরাপত্তার অভাবে দ্রুত তাদের বেলস পার্ক ছাড়তে হয়, তাতে করে পূর্বনির্ধারিত কনসার্টটি পণ্ড হয়ে যায়। বেলস পার্কের জনসমুদ্র দেখে উচ্ছ্বসিত তামিমসহ অন্য ক্রিকেটাররা। তবে বেশিক্ষণ থাকতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন দলটির অধিনায়ক। 

রবিবার সকাল থেকেই বরিশালের বেলস পার্কে ফরচুন বরিশালের জয়োৎসবের প্রস্তুতি চলছিল। হাজার হাজার ক্রিকেট ভক্ত অপেক্ষায় ছিলেন ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকাল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ বরিশাল টিম এবং ক্লাব মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছে চলে যান হাজার হাজার ভক্ত। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড়সহ কর্মকর্তারা। ক্রিকেটাররা মঞ্চে মাত্র ৩-৪ মিনিট অবস্থান করায় দর্শকরা তাদের ঠিকমতো দেখতেও পারেননি। যে কারণে ক্ষুব্ধ দর্শকরা শেষ পর্যায়ে ভাঙচুর চালায়।

ট্রফি নিয়ে বরিশালের আনন্দ

ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি। দর্শকদের চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। এই ঘটনায় আহত হন সংবাদকর্মীসহ অন্তত ৫০ জন।

যদিও বরিশাল থেকে ফিরে দর্শকদের ভালোবাসার স্বীকৃতিই দিলেন দলের ক্রিকেটাররা। তাওহীদ হৃদয় তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসার অত‍্যাচার কী, সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখবো নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখবো বুঝতে পারছি না।’

মাহমুদউল্লাহদের উচ্ছ্বাস

পরে আরও লিখেছেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশী থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু…।’

অধিনায়ক তামিম ভিডিও বার্তা দিয়ে পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় বরিশালবাসী, আমরা আপ্লুত ও দুঃখিত। আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’

মুশফিকুর রহিম ভক্তদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে লিখেছেন, ‘বরিশালকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা
লঞ্চ নয়, চার্টার্ড বিমানে বরিশাল গেলেন তামিমরা
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
ভারত-পাকিস্তান দ্বন্ধের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি জাফর কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি জাফর কারাগারে
ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নারী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নারী নিহত
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা