X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

লিটনের পাশে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:০১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচে ফিল্ডিংয়ের সময় দুয়োধ্বনি শুনেছেন ঢাকার লিটন দাস। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তাকে উদ্দেশ্য করে কিছু সমর্থক ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিয়েছেন। লিটন সেই সময় পেছনে ফিরে অসহায়ভাবে তাকিয়ে থাকেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনার পর নেটিজেনদের একটি বড় অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন ওই দর্শকদের। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি ফেসবুক পোস্টে লিটনকে সমর্থন জানিয়েছে। ঢাকা ক্যাপিটালস তাদের পোস্টে লিটনকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

 

ঢাকা ক্যাপিটালসের পোস্ট নিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাদের, যারা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’

 

ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্সও। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’এরপর ক্যাপশনে লেখা, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’

 

চলতি বিপিএলে লিটন শুরুর দিকে রান না পেলেও সম্প্রতি ৭৩ এবং অপরাজিত ১২৫ রানের দুটি দারুণ ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৪২.১৬ গড়ে এবং ১৫৫.২১ স্ট্রাইকরেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ঢাকা ক্যাপিটালস ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।




/আরআই/এফআইআর/

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ইনজুরিতে পিএসএল শেষ লিটনের
পিএসএল খেলতে রিশাদের পর দেশ ছাড়লেন লিটনও
পাকিস্তান সুপার লিগে খেলার অনাপত্তিপত্র পেলেন লিটন, রিশাদ ও নাহিদ
সর্বশেষ খবর
নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
রোদে না শুকিয়েই বানিয়ে ফেলা যায় আমের এই মজাদার আচার
রোদে না শুকিয়েই বানিয়ে ফেলা যায় আমের এই মজাদার আচার
দিনের শুরুতে তাইজুলের আঘাতে ২২৭ রানে থামলো জিম্বাবুয়ে
চট্টগ্রাম টেস্ট, দ্বিতীয় দিনদিনের শুরুতে তাইজুলের আঘাতে ২২৭ রানে থামলো জিম্বাবুয়ে
সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী
সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু