হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে নিয়ন্ত্রণে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৩৬ রান। কিউইদের লিড এখন ৩৪০ রানের।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টে শুরুতেই ব্যাক ফুটে পড়েছে তারা। অবশ্য দিনের শুরুতে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে আগের দিনের পর বেশি দূর যেতে দেয়নি। ৯ উইকেটে ৩১৫ রানে দিন শুরু করা স্বাগতিক দল আর ৩২ রান যোগ করতেই তাদের অলআউট করেছে ইংল্যান্ড। তবে ঘণ্টাখানেকের মতো প্রতিরোধ গড়েছিলেন স্পিনার মিচেল স্যান্টনার ও সিমার উইলি ও’রুর্ক। স্যান্টনারকে ৭৬ রানে ফিরিয়ে শেষ উইকেট তুলে নেন পটস। তাতে ৩৪৭ রানে শেষ হয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
তার পর চায়ের বিরতির আগে দেড় সেশনেই সফরকারীদের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ম্যাট হেনরি ও ও’রুর্ক। কিউইদের বোলিং তোপে ১৪৩ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৩২ রান অসে জো রুটের ব্যাট থেকে। হেনরি ও রুর্ক ৭ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ৪৮ রানে ৪টি নিয়েছেন হেনরি। ৩টি নিয়েছেন ও’রুর্ক। স্যান্টনারও কম ছিলেন না। ৩ ওভারে মাত্র ৭ রানে তিন উইকেট শিকার করেছেন তিনি। ইংল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ায় স্বাগতিকরা লিড পায় ২০৪ রানের।
তার পর শেষ সেশনে দাপট দেখায় ব্ল্যাক ক্যাপস। ওপেনার ও অধিনায়ক টম ল্যাথাম (১৯) দলের ৩৫ রানে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। যদিও অপরপ্রান্তে দারুণ প্রতিরোধ গড়ে খেলেছেন উইলি ইয়াং। ফেরার আগে ৮৫ বলে ৬০ রানে ফিরেছেন। তার আউটের পর নাইটওয়াচম্যান হিসেবে উইলি ও’রুর্ক মাঠে নামলেও সুবিধা করতে পারেননে। দ্রুত সময়ে ডাক মেরে ফিরেছেন। তবে প্রান্ত আগলে রয়েছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। ৩৮তম হাফসেঞ্চুরি তুলে অপরাজিত আছেন। সঙ্গে রয়েছেন নতুন ব্যাটার রাচিন রবীন্দ্র (২)।
ইংল্যান্ডের হয়ে ৪৫ রানে দুটি উইকেট নিয়েছেন বেন স্টোকস। একটি নিয়েছেন গাস অ্যাটকিনসন।