তার রহস্য স্পিনে সম্প্রতি ওয়ানডেতে ভুগেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। নিজের বোলিং বৈচিত্র্যে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন। তারই পুরস্কার পেলেন আফগান অফস্পিনার আল্লাহ গজনফর। তাকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সৌদি আরবের জেদ্দায় আইপিএলের দ্বিতীয় দিনের নেলামে তাকে নিতে কাড়াকাড়ি পড়ে গেছে। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। শুরুতে গজনফরকে নিতে সাড়া দেয় কলকাতা। যোগ দেয় বেঙ্গালুরুও। পরে বেঙ্গালুরু হাল ছেড়ে দিলে লড়াইয়ে যোগ দেয় পর মুম্বাই। সেখানে কলকাতাকে টপকে দাম বাড়িয়ে আফগানিস্তানের তরুণ এই স্পিনারকে নিয়ে নিয়েছে মুম্বাই।
১৮ বছর বয়সী গজনফর এরই মধ্যে আইপিএলের স্বাদ পেয়েছেন। এই বছরের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে কলকাতার হয়ে শিরোপা জিতেছেন। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।