আইপিএলে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল ডেভিড ওয়ার্নারের। কিন্তু প্রথম দিনের নিলামে কেউ কেনার আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ান ব্যাটারকে। অবিক্রীত থেকেছেন তিনি। পুরো সময়টাতেই ছিল পিনপতন নীরবতা। ওয়ার্নার অবিক্রীত থাকলেও স্বদেশি তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাকগার্ককে ৯ কোটি রুপিতে আবারও দলে নিয়েছে দিল্লি। গত আসরেও অজি ব্যাটার একই দলে ছিলেন।
এদিকে, নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে ৬.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে ২ কোটির ভিত্তিমূল্যে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইতেই থাকছেন। তাকে ৯.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে তারা। রাচিন রবীন্দ্রকেও আবার রেখে দিয়েছে চেন্নাই। তাকে কিনেছে ৪ কোটি রুপিতে।