নতুনত্ব আনার চেষ্টায় এবারই প্রথম আগামী তিন মৌসুমের শুরুর তারিখ চূড়ান্ত করেছে আইপিএল। আগামী বছরের আইপিএল শুরু হবে ১৪ মার্চ। তিন আসরের ফাইনালও চূড়ান্ত হয়ে গেছে।
আগামী বছরের আইপিএলের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হবে। ২০২৬ মৌসুমের আইপএল শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল ৩১ মে। ২০২৭ আইপএল শুরুর তারিখ ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে।
বৃহস্পতিবার তারিখ চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছে কর্তৃপক্ষ। যা দেখার সুযোগ হয়েছে ক্রিকইনফোর। মেইলে পাঠানো তারিখগুলোকে উইন্ডো হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে।
আগামী বছরের আইপিএলে মোট ম্যাচ হবে ৭৪টি। গত তিন মৌসুমেও সংখ্যাটা একই ছিল।
নতুন উইন্ডোতে আগামী তিন বছর আবার বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বোর্ড থেকে তালিকা পেয়েছে আইপিএল। বিশেষ করে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর। সেই তালিকায় পাকিস্তান অবশ্য নেই।
বাংলাদেশ থেকেও ১৩জনের তালিকা পাঠানো হয়েছে। তবে তাদের প্রত্যেককে এই তিন বছর বিভিন্ন সময় পাওয়াবে যাবে বলে জানিয়েছে বিসিবি। তালিকার ১৩জন হলেন- তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।