ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে অনুমিতভাবেই বাদ পড়েছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান। ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে তার সেরে ওঠার কোনও সম্ভাবনা নেই। তাই তার জায়গা হয়ণি। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তও আছেন টেস্ট দলে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়, শরিফুল খেলেছেন জাতীয় লিগে। তাদের ফিরিয়ে আনার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে (দক্ষিণ আফ্রিকা সিরিজে) ওদের রাখা হয়নি। এখন আবার তারা দলে ফিরেছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। টেস্ট দলে আরও ফিরেছেন জাকের আলী অনিক।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটের দল এখনও ঘোষণা করেনি বিসিবি।
রবিবার রাত সাড়ে নয়টার পর দল ঘোষণা করেছে বিসিবি। এত রাতে দল ঘোষণা করার কারণ মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময়ে পাওয়া কুঁচকির চোট পান তিনি। ফলে স্ক্যান রিপোর্ট দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিল নির্বাচকরা। যদিও শেষ পর্যন্ত স্ক্যানের রিপোর্ট ছাড়াই শান্তকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের।
আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেস্ট দলের ১১ জন সদস্য ঢাকা থেকে ধরবেন দুবাইয়ের ফ্লাইট। সেখান থেকে লন্ডন হয়ে তারা যাবেন ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।