আউটফিল্ড ভেজা থাকায় প্রথম দিনে ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। আগে ব্যাটিং করা রংপুরকে ২৫৩ রানে অলআউট করে ঢাকা আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৩২৭ রানে থামে। জবাবে খেলতে নেমে রংপুর ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতেই ম্যাচটি নিষ্প্রাণ ড্রতে রূপ নেয়।
সোমবার ৭৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে রংপুর। শেষ বিকালে ২৮ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। আজ ৪৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে নাঈম ইসলামের ৭৫ রানের সুবাদে শেষ দিনটি অনায়াসেই পেরিয়ে যেতে পারে রংপুর। অভিজ্ঞ নাঈম প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৪৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন। এর বাইরে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩২ রান।
ঢাকার বোলারদের মধ্যে সালাউদ্দিন শাকিল, মো. এনামুল হক ও শুভাগত হোম প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর ২৫৩ রানের স্কোর গড়ে। প্রথম ইনিংসে আব্দুল্লাহ আল মামুন খেলেন ৮৮ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস। জবাবে খেলতে নেমে ঢাকা তাদের প্রথম ইনিংসে ৩২৭ রান সংগ্রহ করে। আশিকুর রহমান শিবলি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সোমবার। খেলেন ১২৯ রানের ইনিংস।