X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ইউটিউবারদের কারণে নেতৃত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৮:৫৯

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শেষ ম্যাচ। তিনি আর অধিনায়কত্ব করবেন না বলে ইতোমধ্যে ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। যদিও বিসিবির তরফ থেকে বলা হয়েছে, তারা এই বিষয়য়ে কিছুই জানে না। অধিনায়ক হওয়ার পর থেকেই শান্তর ব্যাটে রান নেই। ধারণা করা হচ্ছে, প্রবল চাপে পড়ে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, ইউটিউবারদের কারণেই শান্ত নেতৃত্ব ছাড়ছেন। সাবেক অধিনায়ক মনে করেন, টি-টোয়েন্টি বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটে শান্তকেই নেতৃত্বে রাখা উচিত।

শান্তর নেতৃত্ব ছাড়ার পেছনে অনেক কারণই বাতাসে ভাসছে। সামাজিক মাধ্যমে বেশ চর্চিত কথা হচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে মন্তব্য করার জেরেই নেতৃত্ব হারাচ্ছেন তিনি। তবে এই ব্যাপারে কোন সত্যতা পাওয়া যায়নি। বিসিবিও স্বীকার করেনি তার নেতৃত্ব ছাড়ার বিষয়টি। 

এ বিষয়ে টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, ‘যখন তিনটা ফরম্যাটই খেলবেন, পারফরম্যান্স হবে না, এখন সোশ্যাল মিডিয়া চলে আসায় সেটা একজন ক্রিকেটারের জন্য কষ্ট হয়ে যায়। মাঠের ফিল্ড সেটআপ বলেন, বোলিং পরিবর্তন সবকিছুই আমার কাছে মনে হয় ভালো ছিল। যেহেতু নিজের ব্যাটিং পারফরম্যান্সটা ভালো হচ্ছিল না টি-টোয়েন্টি আর টেস্টে, সে কারণেই ইউটিউবাররা যেভাবে লেগেছেন, তাতে হয়তো সে চিন্তা করেছে যে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে।’

শান্তর পারফরম্যান্স তুলে ধরে আশরাফুল আরও বলেছেন, ‘শান্ত অধিনায়ক হওয়ার আগে চমৎকার দুটি সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের সঙ্গে। অধিনায়ক হওয়ার পরেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। তারপর থেকে টেস্টে তার রান আসছে না। ওয়ানডেতে ভালো করছে, টি-টোয়েন্টিটা একদমই ভালো যাচ্ছে না। অবশ্য টি-টোয়েন্টিতে আগেও ভালো ছিল না। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় দুটি ফিফটি করেছিল। এছাড়া আসলে বলার মতো কিছু নেই।’

আশরাফুলের মতে শান্তকে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে রাখা জরুরি, ‘আমি মনে করি, এটা কোনও সমাধান না। শান্ত যেটা করছে, এটা দলের জন্য ভালো কিছু আনবে না। মানুষের জীবনে উত্থান-পতন থাকবেই। যেহেতু সে তরুণ, তাই ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে দুইটা ফরম্যাটে রাখলে দেশের জন্যই ভালো। আমি সবসময় মনে করি, একজন ক্যাপ্টেন সব ফরম্যাটে থাকা ভালো, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু যেহেতু তার স্টাইলটা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যাচ্ছে না, তাই এটা বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটেই তার অধিনায়ক থাকা ভালো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নাহিদকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন শান্ত
নাহিদ-রিশাদদের পিএসএল খেলতে দেওয়া উচিত বলে মনে করেন শান্ত
হতশ্রী পারফরম্যান্সের পরেও বেতনের সঙ্গে ম্যাচ ফি বাড়ছে শান্ত-মুশফিকদের!
সর্বশেষ খবর
এসএসসির কেন্দ্র থেকে হল সুপার গ্রেফতার
এসএসসির কেন্দ্র থেকে হল সুপার গ্রেফতার
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
হজের সব যাত্রী নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবে না: ডিজি পাসপোর্ট 
হজের সব যাত্রী নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবে না: ডিজি পাসপোর্ট 
বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা
বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’