X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

চমক নিয়ে দ.আফ্রিকা, অস্ট্রেলিয়া সফরে ভারতের পৃথক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১১:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১:০৫

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে চমক রেখে পৃথক দল সাজিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকায় তারা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর অস্ট্রেলিয়ায় খেলবে  পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।  

প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার রামানদীপ সিং এবং ফাস্ট বোলার বিজয়কুমার বৈশাখ। বামহাতি পেসার যশ দয়ালও রয়েছেন একই স্কোয়াডে। সম্প্রতি ভারতের টেস্ট স্কোয়াডে স্থান পেলেও এখনও অভিষেক হয়নি তার। 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা ছিল রামানদীপের। বিশেষ করে শেষের ওভারগুলোয় তার মেরে খেলার দক্ষতা। এই সময়ে টুর্নামেন্টে মোট ৬২ বল মুখোমুখি হয়েছেন। সেখানে ২০১.৬১ স্ট্রাইক রেটে ১২৫ রান তুলেছেন তিনি। তাছাড়া মিডিয়াম পেস ও দুর্দান্ত ফিল্ডার হিসেবেও যথেষ্ট কার্যকরী। যার নমুনা দেখা গেছে ইমার্জিং এশিয়া কাপেই। তার একটি বা্উন্ডারি ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। 

টি-টোয়েন্টি দলটাতে উল্লেখযোগ্য তিনজনের জায়গা হয়নি। কারণ ইনজুরি। ব্যাটিং অলরাউন্ডার রায়ান পরাগ পুনর্বাসনের মাঝে রয়েছেন। ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব ও শিবম দুবেও ইনজুরির কারণে নেই। 

দক্ষিণ আফ্রিকায় চার টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ , ১০, ১৩  ও ১৫ নভেম্বর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে ভারত তিনজনকে স্থান দিয়েছে যাদের এখনও অভিষেক হয়নি। তারা হলেন- অভিমন্যু ঈশ্বরণ, ফাস্ট বোলার হর্শিত রানা ও অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। পুরোপুরি সুস্থ না হওয়ায় মোহাম্মদ সামির জায়গা হয়নি। গ্রোয়িন ইনজুরিতে নেই রিস্ট স্পিনার কুলদীপ যাদবও। দলটির নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা ও সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। তবে ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্টে রোহিতের খেলা হবে না। ভাবা হচ্ছে, এই সুযোগে অভিষেক হতে পারে অভিমন্যুর। এর আগেও বাংলাদেশের টেস্ট বিপক্ষে ২০২২ সালে ভারতের টেস্ট স্কোয়াডের সদস্য হয়েছিলেন তিনি।

পার্থে সফরের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২২ নভেম্বর। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে হবে দিবারাত্রির টেস্ট। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। তার পর ৩ জানুয়ারি সিডনিতে হবে নিউ ইয়ার্স টেস্ট। 

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক বার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রামানদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, আরশদীপ সিংহ, বিজয়কুমার বৈশাখ, আবেশ খান ও যশ দয়াল। 

অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভ- মুকেশ কুমার, নবদীপ সৈনি ও খলিল আহমেদ।    

 

/এফআইআর/
সম্পর্কিত
চলে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাশেজ তারকা
উইজডেনের লিডিং ক্রিকেটার জসপ্রীত বুমরা
মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
সর্বশেষ খবর
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’