নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। জয়ের দারুণ সুযোগ তৈরি করেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সেমিফাইনালে খেলতে হলে আজ বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। জিততে না পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ হয়ে থাকবে আনুষ্ঠানিকতা রক্ষার। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বল্প রানের পুঁজি সত্ত্বেও স্কটল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের। আর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও স্কটিশদের হারিয়ে খোশ মেজাজে আছে ক্যারিবিয়ান মেয়েরা। কাগজে-কলমে দুই দলের শক্তির পার্থক্য খুব বেশি না হলেও বাংলাদেশের ব্যাটিং দুশ্চিন্তার কারণ। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও ব্যাটিং ভালো হয়নি। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। এই অবস্থায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো ব্যাটিং করতে না পারলে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে।
যদিও ম্যাচের আগে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উন্নতির জায়গা নিয়ে প্রশ্ন করা হয়। ব্যাটিংয়ে উন্নতি দেখতে চেয়েছেন তিনি, ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’
এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই তিন আসরে প্রতিবারই হারতে হয়েছে। এই দলটির বিপক্ষে হারের আক্ষেপ ঘোচাতে চান অধিনায়ক, ‘গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে বোলাররা খুব ভালো করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে ধুঁকছি। কাজেই আমরা এখানে উন্নতি করতে চাই।’
বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং লাইন আপে একমাত্র ভরসা নিগার নিজেই। তবে দুই ম্যাচে তার ব্যাট হাসেনি। স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন ১৮ রান, ইংল্যান্ডের বিপক্ষে ১৫। নিজের ব্যাটিং নিয়ে নিগার বলেছেন, ‘আমি সবসময় চাই উপভোগ করতে। তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতির দাবি যা থাকে, তা মেটাতে হবে। তারপরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি। দলের জন্য আরও অনেক কিছু অবশ্যই করতে পারি আমি। পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।’
সেমিফাইনালে যেতে পরের দুটি ম্যাচ জয়ের বিকল্প কিছু নেই। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দিকে চোখ নাহিদা আক্তারের, ‘আমরা যদি সেমিফাইনাল খেলতে চাই দুটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যাওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের পুরো ফোকাস এখন পরের ম্যাচে। আমরা জেতার জন্যই নামবো। আমরা চেষ্টা করছি অনুশীলনের মাধ্যমে আমাদের ভুলগুলো থেকে বের হওয়ার।’