X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভাবাভাবির কিছু নেই, ম্যাচ জিততে নামবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৪, ২০:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২০:৪৪

স্কটল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ডকে বাগে পেয়েও জিততে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনালের যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ। আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আপাতত বাংলাদেশ দলের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও রাবেয়া খান জানালেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। 

ইংল্যান্ডের বিপক্ষে হারের গ্লানি ভুলে বাংলাদেশ দল সামনে তাকিয়ে। এ প্রসঙ্গে রাবেয়া বলেছেন, ‘ওইটা (ইংল্যান্ড ম্যাচ) এখন অতীত। একটু খারাপ লেগেছে, অনেক বড় একটা সুযোগ আমরা হাতছাড়া করেছি।  আমাদের আরও দুটি ম্যাচ বাকি আছে, আমরা সবাই আত্মবিশ্বাসী আছি। আশা করি আমরা জয়ের ধারায় ফিরতে পারবো।‘

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘কোনও ভাবাভাবির কিছু নেই, আমরা জয়ের জন্য খেলতে নামবো। আমাদের বোলিং ইউনিট গত কয়েক বছর ধরেই ভালো করছে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করতে পারবো। ইনশাআল্লাহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো।’

সেমিফাইনালে যেতে পরের দুটি ম্যাচ জয়ের বিকল্প কিছু নেই। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দিকে চোখ নাহিদার, ‘আমরা যদি সেমিফাইনাল খেলতে চাই দুটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে যাওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের পুরো ফোকাস এখন পরের ম্যাচে। আমরা জেতার জন্যই নামবো। আমরা চেষ্টা করছি অনুশীলনের মাধ্যমে আমাদের ভুলগুলো থেকে বের হওয়ার।’

বাংলাদেশের মেয়েদের বোলিং সবসময়ই ভালো হচ্ছে। কিন্তু ব্যাটিংয়েই যত সমস্যা। নাহিদা মনে করেন, বোলিংয়ে আরও ভালো করতে পারলে দলের সুবিধা হবে, ‘আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি অনেক ভালো। আরও ভালো করা যেত। আমাদের বোলিং আক্রমণে পরিকল্পনাগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারলে আমার মনে হয় আমাদের দলের জন্য আরও ভালো হবে।’

বাংলাদেশের বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাহিদা। আগের দুই ম্যাচেই সাফল্য পেয়েছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ রানে এক উইকেট এবং ইংলিশদের বিপক্ষে ৩২ রানে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তার দারুণ বোলিংয়েই মূলত ইংল্যান্ড ১১৯ রানে থামে। প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে বোলিং করছেন নাহিদা। চাপ অনুভব করছেন কিনা প্রশ্নে তার উত্তর, ‘আমার কাছে এটা চাপের কিছু মনে হয় না। অধিনায়ক আমাকে বিশ্বাস করে বলেই বলটা আমার হাতে তুলে দেন। আমি সবসময় চেষ্টা করি তার আস্থার প্রতিদান দেওয়ার। চাপ তো থাকবেই, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই। কিন্তু আমি এই চাপটা খুব উপভোগ করি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে নিগার
নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড?
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড
সর্বশেষ খবর
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ