ভারত-পাকিস্তান মানেই হাইভোল্টেজ ম্যাচ। দুবাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। মাত্র ১০৫ রান করেও ভারতের ঘাম ছুটিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। সাত বল হাতে রেখে ভারত জিতেছে ৬ উইকেটে।
আগে ব্যাটিংয়ে নেমে অরুন্ধতী রেড্ডির বোলিংয়ে ৮ উইকেটে ১০৫ রানে থামে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। এছাড়া মুনিবা আলী (১৭), ফাতিমা সানা (১৩) ও সৈয়দা অরুব শাহ (১৪*) দুই অঙ্কের ঘরে পৌঁছান।
৭১ রানে সাত উইকেট হারানো পাকিস্তান একশ করতে পারে কি না, সেই শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত নিদা ও অরুব হাল ধরেন।
ভারতের অরুন্ধতী ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। দুটি উইকেট পান শ্রেয়াঙ্কা পাতিল।
লক্ষ্যে নেমে দ্রুত স্মৃতি মান্ধানা (৭) ফিরে গেলেও শেফালি ভার্মা ও জেমিমা রদ্রিগেজ ভারতকে জয়ের পথে রাখেন। ৪৩ রানের এই জুটি ভেঙে ব্রেকথ্রু আনেন ওমাইমা সাহিল। ৩২ রানে আউট হন শেফালি।
ভারতের রানের চাকা কিছুটা মন্থর হয়ে পড়ে। ১৬তম ওভারে পরপর জেমিমা (২৩) ও রিচা ঘোষণকে (০) ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে হারমানপ্রীত কৌর শক্ত হাতে হাল ধরেন। লক্ষ্য থেকে দুই রান দূরে থাকতে ২৯ রানে প্যাভিলিয়নে যান অধিনায়ক।
দীপ্তি শর্মা ৭ ও সজীবন সাজানা ৪ রানে অপরাজিত থেকে ভারতকে জেতান। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করে তারা।