X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র

রবিউল ইসলাম
০৪ জুলাই ২০২৪, ২২:৩৪আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২২:৩৪

১১ বছরের অপেক্ষার পর শিরোপা খরা কাটিয়েছে ভারত। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর শিরোপার কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হচ্ছিল না রোহিত শর্মাদের। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে গত সপ্তাহে। বারবাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটা দিন ক্যারিবিয় দ্বীপে ‘বন্দি’ অবস্থায় থাকার পর আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে দেশে ফিরেছে রোহিত-কোহলিরা। ক্রিকেটারদের পেয়ে আনন্দে আত্মহারা ভারতবাসী। রোহিত-কোহলিদের দেখতে মুম্বাই যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ ভোরে দিল্লিতে পৌঁছায় ভারত। সেখানে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। এরপর ওখান থেকে মুম্বাইয়ের বিমানে চাপেন তারা। বিমানের চাকা মাটি ছোঁয়ার আগেই হাজার হাজার ভারতীয় সমর্থকরা মুম্বাই বিমানবন্দর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্যন্ত দাঁড়িয়ে পড়েন ক্রিকেটারদের এক পলক দেখতে। তাদের উল্লাস-উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

ভারতীয় দল ভোরে দিল্লি পৌঁছেই স্থানীয় একটি হোটেলে ওঠে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল ৯টার চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগে হোটেলে রোহিতদের জন্য রাখা হয় বিশেষ কেক। কেক কেটে প্রধানমন্ত্রী বাসভবনের বের হতেই, তাদের ঘিরে ধরে একদল সমর্থক। প্রত্যেকের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা। সেই পতাকা দোলাতে দোলাতে চলে তুমুল উন্মাদনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ঘণ্টাখানেক ক্রিকেটারদের সময় দিয়েছেন। ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেছেন তিনি। জানতে চেয়েছেন, কোন ম্যাচে কোন ঘটনা খেলা ঘুরিয়ে দিয়েছে। নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন। আলাদা করে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মোদি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষ করেই ভারত মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয় টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের বহন করা বিমানটি বিমানবন্দরের রানওয়ে ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুই দিকে দাঁড়িয়ে এই স্যালুট দেয়। এরপর ওখান থেকে বিশেষ হুডখোলা বাসে চেপে নরিম্যান পয়েন্টে যান রোহিতরা। মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বহু আকাঙ্ক্ষিত ট্রফিটি শোভা পাচ্ছিল ফাইনালের নায়ক হার্দিক পান্ডিয়ার হাতে। এমনকি খোলা বাসেও সবার সামনে ট্রফি নিয়ে বসেছিলেন তিনি। এছাড়া বাস থেকে ভক্তদের ছবি তুলতে দেখা গেছে অধিনায়ক রোহিতকে। প্রত্যেকে এক বার করে ট্রফি নিয়ে সমর্থকদের সামনে যাওয়ার চেষ্টা করছেন। মানুষের এই আবেগ দেখে উচ্ছ্বসিত দেখা গেছে ক্রিকেটারেরও। 

এদিকে ক্রিকেটারদের স্বাগত জাগাতে বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের ভিতরে ও বাইরে জড়ো হয়েছেন লাখো সমর্থক। বিশ্বকাপ জেতার আনন্দে শামিল হয়েছে যেন পুরো মুম্বাই শহর। প্রত্যেকের হাতে পোস্টার। সেখানে রোহিত, বিরাটদের নাম লেখা। বহু কষ্টে জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে উঠতে পেরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের সামনে একটি ব্যানার ছিল। তাতে লেখা, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’

আরব সাগরের পাশে মেরিন ড্রাইভ লোকারণ্য

তবে আরব সাগরের পাশে মেরিন ড্রাইভ লোকারণ্য। বৃষ্টি উপেক্ষা করে যেন জনসমুদ্রে পরিণত হয় মেরিন ড্রাইভ। এই জনসমুদ্রের কারণে বাসকে এগোতে হয় ধীরলয়ে। এদিকে মাথায় ট্রফি নিয়ে উল্লাস করতে করতে সমর্থদের আনন্দের সাথে শামিল হয়েছে ক্রিকেটাররাও। ভারতীয় ক্রিকেটারদের দেখতে বিল্ডিংয়ে ছাঁদ, গাছের মগডাল, কোথাও কোন উঁচু জায়গা কোথাও বিন্দু পরিমাণ জায়গা নেই। সামান্য জায়গা পেলেই দাঁড়িয়ে যাচ্ছেন ভক্তরা। শেষমেষ বহু কষ্টে স্থানীয় সময় রাত নয়টার দিকে রোহিতদের বহন করা বাসটি স্টেডিয়ামে এসে পৌঁছে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে রেখেছিল, কোথায় দেওয়া হবে ক্রিকেটারদের সংবর্ধনা। সমর্থকরা জানতেই কোথায়, কখন ক্রিকেটারদের কাছ থেকে দেখা যাবে। শিরোপা জয়ের এই উৎসবও সমর্থকদের জন্য ফি। ফলে মুম্বাইয়ের কেউই ঘরে বসে থাকেননি। গ্যালারির আসন ভর্তি না হওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছিল সমর্থকদের। ভারতীয় দল মুম্বই বিমানবন্দরে নামার আগেই শুরু হয়েছে স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়ি। বৃষ্টির মাঝেই দৌড়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন সবাই। ফলে ভেঙে পড়েছিল নিরাপত্তা ব্যবস্থা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশদের। শেষমেষে আসর সংখ্যার চেয়ে অতিরিক্ত দর্শক ঢুকে পড়ায় সমর্থকদের চাপে স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দিতে বাধ্য হন পুলিশ।

স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয় ক্রিকেটারদের

তবে দর্শকদের অনেক অসুবিধা থাকলেও পুরো সময়টা প্রাণ ভরে উপভোগ করেছেন তারা। ক্রিকেটারদের নামে একের পর এক স্লোগান করেছেন। তবে একটি বিষয় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। মাস দুইয়ের আগে এই স্টেডিয়ামেই হার্দিক পান্ডিয়াকে তীব্র ঘৃণার মুখোমুখি পড়তে হয়েছিল। দুই মাসের মধ্যে সবকিছুই পাল্টে গেলো। আইপিএলের সময়কার ধিক্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদলে গেছে জয়ধ্বনিতে। ক্রিকেটাররা স্টেডিয়ামে আসার বহু আগ থেকেই মাঠে প্রবেশ করেন ভক্তরা। গ্যালারি বসেই হার্দিকের নামে জয়ধ্বনিতে মাতল ওয়াংখেড়। যখন মঞ্চে উঠলেন, তখনও তার নামে জয়ধ্বনি উঠলো, হাত উঁচিয়ে সেই অভিবাদন গ্রহণ করলেন হার্দিক।

রাত ৯টায় স্টেডিয়ামে পৌঁছেই ক্রিকেটাররা চলে যান মাঠের মাঝখানে বানানো অস্থায়ী মঞ্চে। মঞ্চে গিয়েই ক্রিকেটারদের গানের তালে কোমর দুলিয়ে নেচেছেন। শুরুতে অবশ্য জাতীয় সংগীত গেয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে সুর মিলিয়েছেন সমর্থকরাও। আরও কিছু আনুষ্ঠানিকতা শেষ করে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়। রোহিত মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই ট্রফি ১৪০ কোটি মানুষের। সবাই চেয়েছেন ট্রফি খরা কাটুক, আমরা এটা করতে পেরেছি।’

/ইউএস/
সম্পর্কিত
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
সর্বশেষ খবর
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
এমন বিপর্যয়ের পরও শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না সালাউদ্দিন!
এমন বিপর্যয়ের পরও শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না সালাউদ্দিন!
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ