X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ঠিক কী কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৮:৫৬আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৮:৫৬

ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বের কারণে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত একাদশ গঠন করা হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। যদিও তাসকিনের দাবি, ঘুম থেকে উঠে মাঠে যেতে দেরি হওয়া একাদশ থেকে তার বাদ পড়ার কারণ নয়। 

তাসকিনের দেরিতে মাঠে যাওয়ার সত্যতা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা, বিব্রতকর বিষয়টি নিয়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। বিসিবির ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 'এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না, তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

তিনি আরও বলেছেন, 'যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনও সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন?’ ওই কর্মকর্তা যোগ করেন, ‘সময়মতো (ঘুম থেকে) উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।'

তবে তাসকিন দেরি করলেও টসের আগে, গা গরমের সময়েই মাঠে পৌঁছান বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজারও। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে জাতীয় সংগীত গাইতে দেখা গেছে তাকে। 

ভারতের বিপক্ষে ম্যাচে না থাকা নিয়ে একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেছেন, 'আমি ঘুমের কারণে দেরি করেছি এটি সত্য। তবে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কারণেই আমাকে বাদ দেওয়া হয়।'

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসারকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। তাসকিনের বাদ পড়ার বিষয়টি সে সময় অনেকের কাছেই খটকা লেগেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কী এমন হলো, যার কারণে তাসকিন খেলছেন না।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু