X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

ঠিক কী কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৮:৫৬আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৮:৫৬

ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বের কারণে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত একাদশ গঠন করা হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। যদিও তাসকিনের দাবি, ঘুম থেকে উঠে মাঠে যেতে দেরি হওয়া একাদশ থেকে তার বাদ পড়ার কারণ নয়। 

তাসকিনের দেরিতে মাঠে যাওয়ার সত্যতা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা, বিব্রতকর বিষয়টি নিয়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। বিসিবির ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 'এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না, তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

তিনি আরও বলেছেন, 'যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনও সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন?’ ওই কর্মকর্তা যোগ করেন, ‘সময়মতো (ঘুম থেকে) উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।'

তবে তাসকিন দেরি করলেও টসের আগে, গা গরমের সময়েই মাঠে পৌঁছান বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজারও। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে জাতীয় সংগীত গাইতে দেখা গেছে তাকে। 

ভারতের বিপক্ষে ম্যাচে না থাকা নিয়ে একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেছেন, 'আমি ঘুমের কারণে দেরি করেছি এটি সত্য। তবে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কারণেই আমাকে বাদ দেওয়া হয়।'

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসারকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। তাসকিনের বাদ পড়ার বিষয়টি সে সময় অনেকের কাছেই খটকা লেগেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কী এমন হলো, যার কারণে তাসকিন খেলছেন না।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুম্বাইয়ের পথে রোহিত-কোহলিরা  
বারবাডোস ছাড়লো চ্যাম্পিয়ন ভারত
বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার পান্ডিয়া
সর্বশেষ খবর
কোটা চায়, নাকি চায় না
কোটা চায়, নাকি চায় না
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
সর্বাধিক পঠিত
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ