X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

মঙ্গলবার বিসিবি সভা, আলোচনায় কী থাকছে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৮:৫৮আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৮:৫৮

হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভার আয়োজন করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সভা। সেখানে আলোচনায় থাকবে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অনন্য কোচিং স্টাফদের ভবিষ্যৎ নিয়েও কথা হবে। পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের নেতৃত্বে থাকবেন কি না, সেটাও থাকছে আলোচ্য সূচিতে।

প্রতি বিশ্বকাপের পরই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করে বোর্ড সভার রেওয়াজ আছে। এবারও একই কারণে সভা ডাকা হয়েছে। সোমবার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে সভার আলোচ্য সূচির বিষয়ে অবগত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আগামীকাল আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোনও আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।'

সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে এই তিন জয়ের দুটিই ছিল আইসিসি সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। সুপার এইটে উঠে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। বড় দুই দল অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি নাজমুল হোসেন শান্তর দল। বোর্ড থেকে দলের এই পারফরম্যান্স নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সুপার এইটে উঠায় বিসিবি খুশি হলেও সার্বিক পারফরম্যান্স নিয়ে তারা হতাশ।  প্রধান নির্বাহী স্পষ্ট করে কিছু না জানালেও কোচিং স্টাফসহ অধিনায়ক শান্তকে নিয়ে বোর্ড সভায় আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তিন ফরম্যাটের নেতৃত্বে আছেন শান্ত। এখান থেকে কোনও একটি ফরম্যাটে শান্তকে অব্যাহতি দেওয়া য়ায় কিনা, বিষয়টি নিয়ে বোর্ড সভায় আলোচনা করা হবে।

এদিকে কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নিয়ে সুজন বলেছেন, ‘চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রগ্রেস থাকে সবসময়। একজনের চুক্তি শেষ হলে তিনি আর কন্টিনিউ করবেন কিনা সেটার জন্য বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। আপাতত আমাদের এই বিষয়গুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে। আমাদের যাদের সঙ্গে চুক্তি ইতোমধ্যে নবায়ন হয়েছে, সে বিষয়গুলো কিছু অনুমোদন প্রয়োজন হতে পারে।’

প্রতি বোর্ড সভাতেই শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে আলোচনা হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। স্টেডিয়ামটির ঠিকাদার নিয়োগের অগ্রগতি নিয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের যে প্রক্রিয়া, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। এটার জন্য যে অনুমোদনের প্রয়োজন, সেই ব্যাপারে বোর্ডে আলোচনা হবে। এর বাইরে কিছু আর্থিক বিষয় আছে। আমাদের গেম ডেভেলপমেন্ট এবং গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের কাঠামো নিয়ে আলোচনা হবে। মূলত এই বিষয়গুলোই প্রাধান্য পাবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সাকিবের পরিকল্পনায় আগামী তিন মাস
ক্রিকেটারদেরকে ব্যক্তিগত আক্রমণ সহ্য করবে না বিসিবি
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
সর্বশেষ খবর
রাজধানীর অলিতে-গলিতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর অলিতে-গলিতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ভারত এদেশকে কলোনি হিসেবে ব্যবহার করবে, তা হতে দেবো না: গয়েশ্বর চন্দ্র রায়
ভারত এদেশকে কলোনি হিসেবে ব্যবহার করবে, তা হতে দেবো না: গয়েশ্বর চন্দ্র রায়
‘সরকারের পতন ঘটাতে  আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
‘সরকারের পতন ঘটাতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক