X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

আইপিএলে কোহলিদের কোচ কার্তিক

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১৭:৩০আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৭:৩০

গত মৌসুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন দিনেশ কার্তিক। সামনের মৌসুমেও সম্পর্ক ছেদ হচ্ছে না তাদের। তবে নতুন ভূমিকাতে দেখা যাবে ভারতের সাবেক এই ক্রিকেটারকে। বেঙ্গালুরুর নতুন মৌসুমে বিরাট কোহলিদের কোচিং করাবেন তিনি।

আইপিএলে বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টর হলেন ফ্র্যাঞ্চাইজির সাবেক এই ক্রিকেটার। সোমবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে তারা, ‘আমাদের উইকেটরক্ষক দিনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষ দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন কার্তিক। ডিকে-কে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো।’

এরই মধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া কার্তিক কোচিং ক্যারিয়ার শুরু করতে মুখিয়ে আছেন। নতুন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে ভারতের সাবেক ব্যাটার বলেছেন, ‘পেশাদার পর্যায়ে কোচিং করানো আমার জন্য আসলেই রোমাঞ্চকর বিষয়। এমন নতুন যাত্রা শুরু করতে সত্যি বলতে অনেক আগ্রহী। আশা করি, ক্রিকেটার হিসেবে আমার অভিজ্ঞতা দলের উন্নয়নে অবদান রাখতে পারবে।’ 

আইপিএলে এখন পর্যন্ত ১৭ মৌসুমে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। তিনবার ফাইনাল খেলে হয়েছে রানার্সআপ। ২০০৮ থেকে শুরু করে আইপিএলের ১৭ মৌসুমেই খেলেছেন কার্তিক। সবমিলে  মোট ২৫৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২৬.৩২ গড়ে করেছিলেন ৪ হাজার ৮৪২ রান। বেঙ্গালুরু, কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।  ভারতের জার্সিতে খেলেছেন ৬৪ টি-টোয়েন্টি। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ২৬ ও ৯৪ ম্যাচ।

/আরআই/এফএইচএম/

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ভারতের সঙ্গে গম্ভীরের চুক্তি হয়ে গেছে, শিগগিরই ঘোষণা!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি খেলতে ওয়ানডে ছাড়তে পারেন স্টার্ক
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বশেষ খবর
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি
কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি
হৃদয় দিয়ে খেলেই তুরস্কের এমন জয় 
হৃদয় দিয়ে খেলেই তুরস্কের এমন জয় 
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল