X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

স্ত্রী-সন্তানের সামনে ট্রফি জিতে আবেগে ভাসলেন বিশ্বকাপ সেরা বুমরা

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ১৮:৪১আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:৪১

১৭ বছর অপেক্ষার পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আক্ষেপ ঘুচলো। বিরাট কোহলি-রোহিত শর্মারা গত ১১ বছরে আইসিসির অনেকগুলো টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপা ছুঁতে পারছিল না। গত এক বছরে দুটি ফাইনাল হারের আফসোস নিয়ে শনিবার আরও একটি শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামে ভারত। এবার আর ভেঙে পড়েনি রোহিত শর্মার দল। দলগত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ১১ বছর পরে আইসিসি কোনও শিরোপাখরা কাটালো তারা। দলীয় প্রচেষ্টায় অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ভারতকে শিরোপা এনে দিতে বল হাতে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করেছেন জসপ্রীত বুমরা। যা তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও এনে দিয়েছে।

বুমরা টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন। তবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে তিনি। আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকী ও ভারতীয় পেসার আর্শদীপ সিং দুজনেই সমান ১৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। ১৫ উইকেট নিয়ে এরপরই আছেন বুমরা। সব মিলে এবারের বিশ্বকাপে ২৯.৪ ওভার বোলিং করে উইকেটগুলো নিয়েছেন। ১৭৮টি বল করে ১২৪ রান দিয়েছেন। ইকনোমি ৪.১৭। ব্যাটারদের খেলা টি-টোয়েন্টিতে নিয়মিতই প্রভাব ফেলছেন বুমরা। এই টুর্নামেন্টে প্রায় প্রতি ম্যাচেই এমন দৃশ্য দেখা গেছে। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট সেরার পুরস্কারটি উঠেছে তার হাতেই। 

শনিবার ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডেথ ওভারের স্পেলে। প্রোটিয়াদের জয়ের জন্য ১৮ বলে তখন মাত্র ২২ রান দরকার, তখন ১৭তম ওভারে আক্রমণে এসে মাত্র ২ রান দিয়ে মার্কো ইয়ানসেনের উইকেট তুলে নেন। তাতে চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার ওপর। শেষ দুই ওভারে আর্শদীপ ও হার্দিক পান্ডিয়া চাপ প্রয়োগ করে দলের শিরোপা নিশ্চিত করেন।
 
শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভারতের বিশ্বকাপ জয়ের নানান ঝলক। তার মধ্যে একটি ভিডিও নেটিজেনদের মন জয় করে নিয়েছে। হঠাৎ করে ছুটে এসে স্ত্রী সাঞ্জানাকে জড়িয়ে ধরেন বুমরা। সাঞ্জানা গণেশন আইসিসির ডিজিটাল টিমের সঞ্চালিকা। এর আগে এ বারের বিশ্বকাপের মাঝে বুমরার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। সেই ভিডিও বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে। ফাইনালের পরও বুমরার সামনে বুম হাতে হাজির হন সাঞ্জানা। স্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে বুমরা জানান, ছেলে অঙ্গদ দেখলো বাবা বিশ্বকাপ জিতেছে। 

পরে নিজের সাফল্য নিয়ে স্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে বুমরা বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে বল বাই বল চিন্তা করে এগিয়েছি। মাঝেমধ্যে আবেগও এসে দাঁড়িয়েছে, তবে সবকিছুর পর আমরা কাজটা সম্পন্ন করেছি। সঠিক লেন্থে বল ফেলা এবং তার সঙ্গে রিভার্স সুইং, যার বাস্তবায়ন করতে পেরে আমি খুশি।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
আফ্রিদির কাছে প্রশংসিত রোহিত
ঘূর্ণিঝড়ে বারবাডোসেই আটকে আছে রোহিত-কোহলিরা! 
টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতেরই আধিপত্য 
সর্বশেষ খবর
নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
আড়াই লাখের বেশি একর বনভূমি অবৈধ দখলে: পরিবেশমন্ত্রী
আড়াই লাখের বেশি একর বনভূমি অবৈধ দখলে: পরিবেশমন্ত্রী
কোয়ার্টার ফাইনালের আগে ট্রেনিংয়ে ফিরলেন মেসি
কোয়ার্টার ফাইনালের আগে ট্রেনিংয়ে ফিরলেন মেসি
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
সর্বাধিক পঠিত
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?