X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ২০:০৩আপডেট : ৩০ জুন ২০২৪, ০২:০৮

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ১৭৬/৭

দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৬৯/৮

ফল: ভারত ৭ রানে জয়ী।

হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করলেন ডেথ ওভারে। ১৫ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করা দক্ষিণ আফ্রিকা আশা জাগিয়েও জিততে পারলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবার তাদের স্বপ্ন ভাঙলো। ১৭৭ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা। ৭ রানে জিতে চ্যাম্পিয়ন হলো ভারত। ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে ট্রফি জিতলো তারা। আর ১১ বছর পর আইসিসির কোনও ইভেন্টে শিরোপা অর্জন করলো।

কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ২ ওভারে ৩৮ রান তুলে আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার জয়ের আশা জাগান। শেষ ৫ ওভারে তাদের লাগে ৩০ রান।

বুমরা ফিরেই বাজিমাত করেন, ১৬তম ওভারে মাত্র ৪ রান দেন। লক্ষ্য কমে দাঁড়ায় ২৪ বলে ২৬ রান। হার্দিক বল হাতে নিয়েই ক্লাসেনকে ফেরান। ঠিক তখনই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। ওই ওভারে হার্দিক দেন মাত্র ৪ রান।

১৮তম ওভারে বুমরা মার্কো ইয়ানসেনকে ফেরান, দেন মাত্র ২ রান। পরের ওভারে আর্শদীপ সিংয়ের আঁটসাঁট বোলিং, দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৪ রান। শেষ ওভারে লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৬ রান।

হার্দিকের প্রথম বলে মিলার বাউন্ডারি পার করতে চেয়েছিলেন। কিন্তু সূর্যকুমার যাদব বাউন্ডারির লাইনের ইঞ্চিখানেক আগে বল ধরে ছুড়ে দিয়ে সীমানার বাইরে চলে যান। তারপর মাঠে ঢুকে ক্যাচ ধরেন। 

আর পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় বলে কাগিসো রাবাদা চার মারলেও ৮ রানের বেশি আসেনি।

এর আগে ভারত বিরাট কোহলির ৭৬ রান ও অক্ষর প্যাটেলের ৪৭ রানের ইনিংসে ১৭৬ রান করে। ম্যাচসেরা হয়েছেন কোহলি। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বুমরা।

ক্লাসেন ফিফটি করেন

ইয়ানসেনকে আউট করে লড়াইয়ে ফিরলো ভারত

শেষ তিন ওভারে ২২ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। যশপ্রীত বুমরা বল হাতে নিয়ে দারুণ বোলিংয়ে মার্কো ইয়ানসেনকে বোল্ড করে ভারতকে লড়াইয়ে ফেরালেন।

ভারতকে চাপে রেখে প্যাভিলিয়নে ক্লাসেন

১৭তম ওভারে বল হাতে নিয়ে ব্রেকথ্রু আনলেন হার্দিক পান্ডিয়া। বিপজ্জনক আইনরিখ ক্লাসেনকে ফেরালেন ভারতীয় পেসার। লক্ষ্য থেকে ২৬ রান দূরে থাকতে আউট হন ক্লাসেন। ২৭ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রান করেন তিনি। ডেভিড মিলারের সঙ্গে তার জুটি ছিল ২২ বলে ৪৫ রানের।

ক্লাসেন-মিলার ঝড়ে চাপে ভারত

কুইন্টন ডি কক আউট হওয়ার পর আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার ঝড় তোলেন। ১৪তম ওভারে কুলদীপ যাদবের ৬ বলে ১৫ রান যোগ করেন তারা। পরের ওভারে অক্ষর প্যাটেল ২৪ রান দেন। পরের ওভারে ক্লাসেন ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন। ১৬ ওভারে ৪ উইকেটে ১৫১ রান দক্ষিণ আফ্রিকার।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া কুলদীপ ও অক্ষর ফাইনালে ফ্লপ। দুজনে চার ওভারে যথাক্রমে ৪৫ ও ৪৯ রান দিয়েছেন।

রেকর্ড গড়ে আউট ডি কক

১৩তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে জ্যাকস ক্যালিসকে (২৩৮ রান, ২০০৯ সালে) ছাড়িয়ে এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন কুইন্টন ডি কক। পরের বলে চার মারেন। একই শট খেলতে গিয়ে কুলদীপ যাদবের ক্যাচ হন তিনি। ৩১ বলে ৩৯ রান করে আর্শদীপ সিংয়ের কাছে উইকেট হারালেন ডি কক। ১০৬ রানে চার উইকেট পড়লো দক্ষিণ আফ্রিকার।

অক্ষর ফেরালেন স্টাবসকে

১২ রানে দুই উইকেট হারানোর পর কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসের জুটিতে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। দুজনে মিলে ৩৮ বলে ৫৮ রান তুলে বিচ্ছিন্ন হলেন। স্টাবসকে নবম ওভারে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। ২১ বলে ৩ চার ও ১ ছয়ে ৩১ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ৭০ রানে তিন উইকেট পড়লো প্রোটিয়াদের।

মারক্রামকে ফেরালেন আর্শদীপ

৫ রানের ব্যবধানে দুই উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে দলীয় ৭ রানে রিজা হেনড্রিকস আউট হন যশপ্রীত বুমরার বলে। পরের ওভারে আর্শদীপ সিংয়ের বলে রিশাভ পান্তের দারুণ ক্যাচে মাঠ ছাড়েন এইডেন মারক্রাম। ১২ রানে দ্বিতীয় উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা। ৫ বলে চার রান করেন প্রোটিয়া অধিনায়ক।

বুমরার আঘাত

যশপ্রীত বুমরা বোল্ড করলেন রিজা হেনড্রিকসকে। প্রথম ওভারের শেষ বলে আর্শদীপ সিংকে চার মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে উইকেট হারালেন তিনি। ৫ বলে চার রান করেন হেনড্রিকস। ৭ রানে প্রথম উইকেট হারালো প্রোটিয়ারা।

বিরাট কোহলির শট

ফাইনালে জ্বলে উঠলেন কোহলি, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৭৭ রান

বিরাট কোহলির ব্যাটে রান নেই, দুশ্চিন্তায় পড়েননি রোহিত শর্মা। ভারতের অধিনায়ক বলেছিলেন, ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছেন ডানহাতি ব্যাটার। তার কথা সত্যি হলো। ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে এনে দিলেন ১৭৬ রানের সংগ্রহ। ৭ উইকেট হারিয়ে এই রান করেছে ভারত। তাতে ৪৭ রান করে দারুণ অবদান রাখেন অক্ষর প্যাটেল। 

পাওয়ার প্লের মধ্যে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। কোহলি ও অক্ষর ৭২ রানের দারুণ জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। অক্ষর তিন রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। তবে কোহলি ৪৮ বলে পঞ্চাশ ছোঁন। শিবম দুবেকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়ে তিনি আউট হন।

আউট কোহলি

১৯তম ওভারে মার্কো ইয়ানসেনের বলে ৭৬ রান করে আউট হলেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেন তিনি। ৫৯ বলে ৬ চার ও ২ ছয়ে এই রান করে কাগিসো রাবাদাকে ক্যাচ দেন ডানহাতি ব্যাটার। ইনিংসের তিন বল বাকি থাকতে শিবম দুবে বিদায় নেন। ১৬ বলে তিন চার ও এক ছয়ে আনরিখ নর্কিয়ের শিকার হন তিনি ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে। শেষ বলে নর্কিয়ে ফেরান রবীন্দ্র জাদেজাকে (২)।

কোহলির হাফ সেঞ্চুরি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটে রান আসছিল না। সর্বোচ্চ ৩৭ রান করেছিলেন তিনি। তবে তার ওপর আস্থা হারাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছেন কোহলি, এমন বিশ্বাস ছিল তার। অবশেষে ভারতীয় ডানহাতি ব্যাটার হাফ সেঞ্চুরি করে নিজের ছায়া থেকে বেরিয়ে এলেন। ১৭তম ওভারে সিঙ্গেল নিয়ে ৪৮ বলে চারটি চারে ফিফটি করেন তিনি।

রানআউট অক্ষর

দুর্দান্ত এক ইনিংস খেলে কুইন্টন ডি ককের চমৎকার থ্রোতে নন স্ট্রাইক প্রান্তে রানআউট হলেন অক্ষর প্যাটেল। ১০৬ রানে চার উইকেট পড়লো ভারতের। ৩১ বলে ১ চার ও ৪ ছয়ে ৪৭ রানে আউট হন অক্ষর। বিরাট কোহলিকে নিয়ে ৫৪ বলে ৭২ রানের জুটি গড়েন তিনি।

অক্ষর চমক দেখালেন

অক্ষরের ছক্কায় ভারতের একশ

দ্রুত তিন উইকেট পড়ার পর প্রমোশন পেয়ে পাঁচে ব্যাটিং করতে নামলেন অক্ষর প্যাটেল। দলের স্বীকৃত এই বোলার বিরাট কোহলিকে নিয়ে দলকে স্বস্তি এনে দিয়েছেন। পঞ্চাশ ছাড়িয়েছে এই জুটি। প্রথম বলেই চার মারেন অক্ষর। এইডেন মারক্রাম, কেশব মহারাজ ও তাবরা্ইজ শামসিকে ছক্কাও মারেন তিনি। ১৩তম ওভারে কাগিসো রাবাদাকে ছক্কা মেরে দলীয় স্কোর একশ পার করেন।

সূর্যকুমারকে ফেরালেন রাবাদা

কাগিসো রাবাদার বলে ভারতের আরেক ব্যাটার ফিরে গেলেন। পঞ্চম ওভারে সূর্যকুমার যাদব ৪ বলে ৩ রান করে ফিরলেন। ফাইন লেগে আইনরিখ ক্লাসেনের চমৎকার ক্যাচে ফিরতে হলো তাকে। ৩৪ রানে তিন উইকেট পড়লো ভারতের। পাওয়ার প্লে শেষে ভারতের রান ৩ উইকেটে ৪৫।

মহারাজের উইকেট উদযাপন

মহারাজের জোড়া আঘাত

দ্বিতীয় ওভারে কেশব মহারাজকে টানা দুটি চার মারেন রোহিত শর্মা। তৃতীয় বলে রান নিতে পারেননি। পরের বলে স্কয়ার লেগে আইনরিখ ক্লাসেনকে ক্যাচ দেন ভারতের অধিনায়ক। ৫ বল খেলে ৯ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ক্রিজে এসে প্রথম বলে রানের খাতা খুলতে পারেননি রিশাভ পান্ত। পরের বলে ব্যাটের মাথায় লেগে বল ধরা পড়ে কুইন্টন ডি ককের গ্লাভসে। দুজনই সুইপ করতে গিয়ে বিদায় নিলেন। প্রোটিয়া স্পিনারের জোড়া আঘাতে ২ ওভার শেষে ২৩ রানে ২ উইকেট নেই ভারতের।

প্রথম ওভারে আক্রমণাত্মক কোহলি

প্রথম ওভারে মার্কো ইয়ানসেনকে তিন বাউন্ডারি মেরেছেন বিরাট কোহলি। তাতে ১৫ রান তুলেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এটাই প্রথম ওভারে সবচেয়ে খরুচে বোলিং।

ফাইনালের টস

টস জিতে ব্যাটিংয়ে ভারত

টসে মুদ্রা ছোড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। টেলস কল করেন রোহিত শর্মা। টস জিতে ভারতের অধিনায়ক আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। দক্ষিণ আফ্রিকাও একই একাদশ নিয়ে খেলবে।

সাত মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ভারত। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি রোহিত শর্মার দল। ২০১১ সালের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা কি পারবে ১৩ বছরের আক্ষেপ ঘুচাতে? বেশ দাপটের সঙ্গে এবারের ফাইনালে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা, যারা প্রথমবার যে কোনও ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেছে। বারবাডোসে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), আইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, তাবরাইজ শামসি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা।

টস ফ্যাক্টর 

মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতার আগে টস হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ফ্যাক্টর ও এর পরিসংখ্যান দেখে নেওয়া যেতে পারে।

এই ভেন্যুতে ২৯টি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে টস জয়ী দল ম্যাচ জিতেছে ১৮ বার। টস জিতে ১৩ বার আগে ব্যাটিং নিয়ে জয় পেয়েছে ১০ টি-টোয়েন্টি। অন্যদিকে ১৯ বার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ জিতেছে আটটি, হার ৯ বার।

চলতি বিশ্বকাপে ফল পাওয়া ছয় ম্যাচের মধ্যে টস জয়ী দল খেলায় জিতেছে তিন বার। আট ম্যাচের মধ্যে অধিনায়কেরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিন বার, আর রান তাড়া করতে চেয়েছেন পাঁচ বার। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিন ম্যাচে একবার জয় দেখেছে টস জয়ী দল। আর পাঁচ ম্যাচে রান তাড়া করতে নামা দল জিতেছে তিন বার।

এই আসরে বারবাডোসের এই ভেন্যুতে ওমান বনাম নামিবিয়ার ম্যাচটি টাই হয়েছিল। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়।

ফাইনালের পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে আছে টস জয়ী দল। আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাত বার চ্যাম্পিয়ন হয়েছে টস জেতা দল।

/এফএইচএম/
সম্পর্কিত
আফ্রিদির কাছে প্রশংসিত রোহিত
ঘূর্ণিঝড়ে বারবাডোসেই আটকে আছে রোহিত-কোহলিরা! 
টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতেরই আধিপত্য 
সর্বশেষ খবর
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর বেইজিং সফরপায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ
বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
সর্বাধিক পঠিত
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা