X
রবিবার, ৩০ জুন ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

যে কারণে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে নেই 

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ১১:১৭আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:১৭

দেখতে দেখতে শিরোপা জয়ী বেছে নেওয়ার কাছে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ত্রিনিদাদে এরই মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গায়ানায় আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ভারত। দুটি ম্যাচের জন্য অবশ্য একইরকম কন্ডিশন বিবেচনা করেনি আইসিসি। প্রথম সেমির জন্য রিজার্ভ ডে রাখা হলেও ভারত-ইংল্যান্ড ম্যাচে সেটা রাখা হয়নি। যার পেছনে অবশ্য আইসিসি যুক্তিও দেখিয়েছে। এবার দেখে নেওয়া যাক ম্যাচ সংশ্লিষ্ট কিছু বিষয়।

দ্বিতীয় সেমিফাইনালে কেন রিজার্ভ ডে নেই?

ত্রিনিদাদের প্রথম সেমির তুলনায় গায়ানার দ্বিতীয় সেমিফাইনাল আর বারবাডোজের ফাইনালের মাঝে একদিনের বিরতি। তাই দ্বিতীয় ফাইনালিস্টকে একদিনের বিশ্রাম দেওয়ার জন্যই রিজার্ভ ডে রাখা হয়নি।  

আইসিসির যুক্তি

দুটি ম্যাচের জন্যই অতিরিক্ত সময় রাখা আছে ২৫০ মিনিট। কিন্তু প্রথম সেমিফাইনালটি যেহেতু স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। তাই একই দিনে ফল বের করতে ওই অতিরিক্ত সময়ে খেলা গড়ানো সম্ভব নয়। তাই প্রথম সেমির জন্য রিজার্ভ ডে। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। এই কারণেই অতিরিক্ত ২৫০ মিনিটের কথা এই ম্যাচের জন্য ভেবে রাখা হয়েছে। যদি এই ম্যাচে রিজার্ভ ডে রাখা হতো তাহলে সেটি আয়োজিত হতো ২৮ জুন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। তখন বিজয়ীকে এই ম্যাচ জিতেই ২৯ জুন ব্রিজটাউনে পৌঁছে ফাইনালের জন্য মাঠে নেমে পড়তে হতো।     

আইসিসির এক মুখপাত্র বলেছেন, মূলত বার বার ভ্রমণের ঝক্কি এড়াতেই এমনটা করা হয়েছে। যাতে পারফরম্যান্সের ওপর প্রভাব না পড়ে। তার কথা, ‘পারফরম্যান্সের কথা ভেবে যাতে ভ্রমণ-খেলা- আবার ভ্রমণে থাকতে না হয়, সে কারণেই অতিরিক্ত সময়ের কথা দ্বিতীয় সেমিফাইনালে ভেবে রাখা হয়েছে।’  

দ্বিতীয় সেমিফাইনালের ক্ষেত্রে প্লেয়িং কন্ডিশন কী হবে?

বৃষ্টির কারণে খেলায় বিলম্ব হলে নির্ধারিত সময়ের ২৫০ মিনিট পর থেকে ওভার কাটা শুরু হবে। তার আগে নয়। তাছাড়া লিগ ম্যাচে ফলাফল বের করতে দ্বিতীয় ইনিংসে অন্তত ৫ ওভার খেলা প্রয়োজন হতো। সেমিফাইনালের ক্ষেত্রে অবশ্য দুই দল ১০ ওভার ব্যাট করার সুযোগ পাবে।    

১০ ওভার খেলা না হলে?

সেক্ষেত্রে সুপার এইটে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল ফাইনালে চলে যাবে। তার মারে দ্বিতীয় গ্রুপ থেকে ভারত ফাইনালের টিকিট কাটবে। 

ম্যাচ টাই হলে?

সময় থাকা সাপেক্ষে সুপার ওভার চলতেই থাকবে। সেখানেও বিজয়ী বেছে নেওয়া না গেলে সুপার এইটের গ্রুপ জয়ী দল ফাইনালে চলে যাবে। 

দ্বিতীয় সেমিফাইনালে আবহাওয়া কেমন থাকবে? 

গায়ানায় ভারত-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে। 

/এফআইআর/
সম্পর্কিত
এই সম্মান, ভালোবাসা তো আসলে দ্রাবিড়ের প্রাপ্য
স্ত্রী-সন্তানের সামনে ট্রফি জিতে আবেগে ভাসলেন বিশ্বকাপ সেরা বুমরা
কোহলি-রোহিতের পর অবসরে জাদেজা
সর্বশেষ খবর
বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে সুন্দরবনের মধু
বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে সুন্দরবনের মধু
এই সম্মান, ভালোবাসা তো আসলে দ্রাবিড়ের প্রাপ্য
এই সম্মান, ভালোবাসা তো আসলে দ্রাবিড়ের প্রাপ্য
দেখা নেই সূর্যের, কাপড় শুকাবেন কীভাবে?
দেখা নেই সূর্যের, কাপড় শুকাবেন কীভাবে?
এবার অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করলো ঢাবি প্রশাসন
এবার অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করলো ঢাবি প্রশাসন
সর্বাধিক পঠিত
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে